না পাবার বেদনা থেকেই ফরিদুল ইসলাম নির্জনের ‘ আজো খুঁজি তারে’ উপন্যাস চলছে অমর একুশে গ্রন্থমেলা। আসছে ছোট বড় সবার জন্য নতুন নতুন বই। নতুন বইয়ের ঘ্রাণ কে না নিতে চায়। তারই ধারাবাহিকতায় তরুণ লেখক ফরিদুল ইসলাম নির্জনের ভিন্ন ধারার রোমান্টিক উপন্যাস ‘আজো খুঁজি তারে’। বইটি প্রকাশ করেছে জাগৃতি প্রকাশনী । প্রচ্ছদ করেছেন আহমেদ ফারুক। প্রিয়জনকে পাবার যেমনি আনন্দ আছে। ঠিক তেমনি আছে না পাবার বেদনা। না পাবার বেদনা থেকেই হয়ত একটা সময় কাউকে খুজে বেড়ায়। প্রিয়জনের শূণ্যতা উপলব্ধি হয়। সেই উপলব্ধি থেকেই এক ভিন্ন ধারার রোমান্টিক উপন্যাস ‘ আজো খুঁজি তারে’ ।’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের একই ইয়ারমেটের প্রেম কাহিনী নিয়ে উপন্যাসটি রচিত হয়েছে। উপন্যাসটি কখনো হাসাবে, কখনো রোমান্টিকতায় ডুবে যাওয়াবে আবার কখনো হয়ত চোখের জল চলে আসাতে বাধ্য করবে। একজন মানুষের জন্য অপেক্ষা করা যে কত কষ্টের তা সুন্দর ভাবেই উপস্থাপন করা হয়েছে বইটিতে। ঢাবির শিক্ষার্থীদের হল জীবন, ক্যাম্পাসে আড্ডাবাজি, প্রথম ঢাকা আসার স্মৃতি, ক্লাসের ধরন , উঠে এসেছে গ্রামের পটোভূমি সহ আরো অনেক কিছু। মধ্যেবৃত্ত এবং উচ্চবৃত্ত পরিবারের সন্তানদের ঢাবিতে চলাচলে চিত্র ফুটে তোলা হয়েছে এই উপন্যাসে। উপন্যাসটির কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন ফাহিম ও তমা ।