নিরব বিপ্লবের এক নবজাগ্রত কবির উত্থান।
প্রিয় কবি মেরাজিয়ার রহমানের দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘বন্ধমুখ জাগ্রত অনুভূতি’। অসাধারণ লেখা ও প্রচ্ছদের সমন্বয়ে বইটিতে দেশপ্রেম, বিদ্রোহ, না পাওয়ার বেদনা, ভালোবাসার অনুভূতিগুলো দুর্দান্তভাবে ফুটে উঠেছে।
. অশ্লীলতা, অন্যায় ও জুলুমের বিপরীতে একটি সুখী সমৃদ্ধি দেশ গড়ার আকুলতা দারুণভাবে ফুটিয়ে তুলেছেন কবি। আমি বিশ্বাস করি, কবির কবিতার মাধ্যমে লাখো মাজলুম প্রতিবাদ করার নতুন সাহস ও প্রেরণা খুঁজে পাবে।
. কবি ও তাঁর নতুন কাব্যগ্রন্থের সফলতা কামনা করছি।
. ইমরোজ আহসান খান
গীতিকার, সাহিত্য ও সংস্কৃতি কেন্দ্র