পৃথিবীতে সংঘাত লেগেই আছে। সেই সঙ্গে অস্ত্রবাজি। কোথাও স্বাধীনতার লড়াই, কোথাও গৃহযুদ্ধ। ধর্ম, বিপস্নব কিংবা জাতীয়তাবাদের নামে চলছে সশস্ত্র যুদ্ধ। ব্যবহার হচ্ছে প্রাণঘাতী ছোট ও হালকা নানান অস্ত্র, যা ঘুরছে মানুষের হাতে হাতে। এসব অস্ত্রের জোগান আসে চোরাবাজার থেকে। এর সঙ্গে জড়িয়ে আছে অনেকগুলো পড়্গ। অস্ত্রের চোরাবাজার একটি রমরমা ব্যবসা। যারা এর কলকাঠি নাড়ে, তাদের থাকে সূক্ষ্ম ও নিশ্ছিদ্র পরিকল্পনা।
ছোট ও হালকা অস্ত্রের চোরাবাজার নিয়ে সমাজে অনেক উদ্বেগ। বিভিন্ন স্থানীয় ও আšত্মর্জাতিক সংগঠন এ নিয়ে জনসচেতনতা তৈরির কাজে নিয়োজিত। নানা তথ্য-উপাত্ত ঘেঁটে অস্ত্রের এই চোরাবাজারের সুলুকসন্ধানের চেষ্টা করেছেন লেখক-গবেষক মহিউদ্দিন আহমদ।
ধর্ম, বিপস্নব কিংবা জাতীয়তাবাদের নামে পৃথিবীর নানান জায়গায় চলছে সংঘাত। ব্যবহার হচ্ছে প্রাণঘাতী ছোট ও হালকা অস্ত্র। চোরাবাজার এসব অস্ত্র সরবরাহের প্রধান মাধ্যম। এ বইয়ে তার সুলুকসন্ধানের চেষ্টা হয়েছে।
মহিউদ্দিন আহমদ
মহিউদ্দিন আহমদ জন্ম ১৯৫২, ঢাকায়। পড়াশােনা গবর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে। ১৯৭০ সালের ডাকসু নির্বাচনে মুহসীন হল ছাত্র সংসদের সহসাধারণ সম্পাদক নির্বাচিত হন। বিএলএফের সদস্য হিসেবে মুক্তিযুদ্ধে অংশ নেন। দৈনিক গণকণ্ঠএ কাজ করেছেন প্রতিবেদক ও সহকারী সম্পাদক হিসেবে। দক্ষিণ কোরিয়ার সুংকোংহে বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স ইন এনজিও স্টাডিজ কোর্সের প্রতিষ্ঠাতা পরিচালক ও অধ্যাপক। তার লেখা ও সম্পাদনায় দেশ ও বিদেশ থেকে বেরিয়েছে বাংলা ও ইংরেজিতে লেখা।