"ভিনগাঁয়", নামটা যেমন অদ্ভুত তেমনি গ্রামটিতে ঘটে চলা ঘটনাগুলো আরও অদ্ভুত। একের পর এক উধাও হয়ে চলেছে গ্রামবাসী। উধাও মানে একেবারেই উধাও, লাশও পাওয়া যাচ্ছে না। পিছে শুধু পড়ে থাকছে রক্তেমাখা কাপড়!
বন্ধুর সাক্ষাতে এসে রহস্যময় গ্রামটির সাথে জড়িয়ে যায় এসআই নিভান। শোনা যায় অভিশপ্ত হংসীদিঘির কথা, যে টেনে নিয়ে চলেছে গ্রামবাসীকে। কেন? কীভাবে? ফরিদকে নিয়ে নিভান নেমে পড়ে অজানা প্রশ্নগুলোর জবাব উদ্ধারে কিন্তু কে জানতো বদলে যাবে অনেক কিছু...