এটি চে গুয়েভারার সেই বিখ্যাত সর্বশেষ ডায়েরি, যা ১৯৬৭ সালের অক্টোবর মাসে বলিভিয়ার সেনাবাহিনীর হাতে তিনি ধরা পড়ার পর তাঁর পিঠে ঝোলানো ব্যাগে পাওয়া গিয়েছিল। ডায়েরিটি তৎক্ষণাৎ বিশ্ববাজারে সর্বাধিক বিক্রির মর্যাদা লাভ করে। এটি নতুন করে সংশোধিত, চের বড় ছেলে ক্যামিলোর লেখা মুখবন্ধ ও এযাবৎ অপ্রকাশিত অসাধারণ কতকগুলো ছবিসহ গুরুত্বপূর্ণ তথ্য।
ড. মো সফিউল আলম
আর্নেস্তো চে গুয়েভারা
চে গুয়েভারা জন্মেছিলেন ১৯২৮ সালে আর্জেন্টিনায় আর ৩১ বছর বয়সে কিউবার বিপ্লবী যুদ্ধে অংশ নিয়ে চমকে দিয়েছিলেন বিশ্বকে। যুগে যুগে নতুন প্রজন্ম আর বিপ্লবীদের অনুপ্রেরণা হয়ে আছেন তিনি সেই থেকে। তারপর কিউবার মন্ত্রীত ছেড়ে প্রথমে কঙ্গো পরে বলিভিয়ার বিপ্লবী যুদ্ধে অংশ নিয়ে হয়ে উঠেছিলেন মহামানব। অন্যদিকে মার্কিন সাম্রাজ্যবাদের জন্য আতঙ্ক। ১৯৬৭ সালে বলিভিয়ার জঙ্গলে মার্কিনীদের কাছে প্রশিক্ষণ পাওয়া মিলিশিয়ারা হত্যা করে তাকে। ৩৯ বছরের ক্ষুদ্র জীবন পরিসরে তিনি হয়ে উঠেছিলেন। একাদিক্রমে বিপ্লবের রূপকার এবং সমাজতান্ত্রিক তত্ত্বকার।
অনুবাদক: আবীর হাসান ঔপন্যাসিক, কবি, সাংবাদিক। বিজ্ঞান লেখক হিসেবেও পরিচিতি আছে । অনুবাদ করেছেন বেশ কিছু বিখ্যাত গ্রন্থ।