ফ্ল্যাপের কিছু কথাঃ রাজনৈতিক অঙ্গন যখন উনুন হয়ে ওঠে তখন তা আমাদের দৈনন্দিন জীবনকেও পোড়ায়। বাংলাদেশের মানুষের জীবন কীভাবে কেটেছে বিগত বিএনপি জামায়াত জোট সরকারের জামানায়?
২০০২-২০০৩ সালে বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত দলিল আবেদ খানের এই কলামগুলো এক অসামান্য দলিল হয়ে রয়েছে বাংলাদেশের সেই সময়টার। এটা সেই সময়, যখন দেশের ভালো-মন্দের ভবিষ্যদ্বাণী আশ্রয় নিয়েছিল পদ্মপাতার জলবিন্দুর কাছে, যখন সবকিছুই বড় নড়বড়ে -যখন তখন রংবদলায় নানা বর্ণচ্ছটায়। মুক্তপ্রাণের সেসব কথা পরবর্তী সময়ে কেমন করে ধরা দিয়েছে সত্যের দর্পণে, পরতে পরতে.. এ গ্রন্থ পাঠে পাঠকের বিস্ময় সেখানেই।