এক জোড়া মায়াবী চোখ- কখনো বিশ্বাসের, ভরসার। আবার কখনো ভয়ের। পথে-প্রান্তরে অস্বাভাবিক মৃত্যু, প্রমাণহীন খুন! আর পদে পদে বিশ্বাসঘাতকতা। ছায়ার মতো অনুসরণ করছে বিপদ। লাহুর নদীর কাছে ময়লা ভিটাতে পাওয়া গেছে বিড়ালের দুটো কাঠের মূর্তি, বুকে খোদাই করে লেখা-১২১৭ বঙ্গাব্দ!
স্মিতা চৌধুরানি আর রুক্সিনী মুখোমুখি, তাদের সঙ্গে যোগ হয়েছে এক রহস্যময় চরিত্র যার নাম নিলেও বিপদ। জেগে উঠেছে এক আদিম শয়তান... চুগনি। যার শুধু রক্ত দরকার। বাঁশি বাজছে। অদ্ভুত এক সুর চারদিকে... সুর যত তীব্র হচ্ছে বকুলের গন্ধ ততই মিলিয়ে যাচ্ছে বাতাসে। গল্পটা বকুল ফুলের। গল্পটা অনেকের, রহস্যময় জমিদারকন্যা স্মিতা চৌধুরানির;
পালিয়ে বেড়ানো প্রবল ক্ষমতাধর নারী রুক্সিনী চৌধুরির।
মনোয়ারুল ইসলাম
মনােয়ারুল ইসলাম
মানুষের জীবনে কতগুলাে অধ্যায় থাকে, গল্প থাকে। আবার কিছু কথা থাকে যা গল্পের চেয়ে বেশি কিছু সেসব জায়গায় সত্য আর মিথ্যা পাশাপাশি অবস্থান করে। এসব গল্প, কথা, অধ্যায়গুলাে লিখে যেতে চাই নিজের সাধ্যমত । সত্য, মিথ্যা, ভালোলাগা, সমালােচনা, আলোচনা সব পাঠকের কাছে। লেখক হিসেবে শুধু আমার সামথ্যটক আমৃত্যু তুলে দিতে চাই কলম আর কী-বাের্ডের ছােয়াতে।। মনােয়ারুল ইসলাম জন্ম ১৬ ডিসেম্বর, ব্রাহ্মনবাড়িয়া। প্রথম প্রকাশিত গ্রন্থ – ব্রাহ্মণবাড়িয়ার ভাষায় অভিধান web.facebook.com/monowarul islam.14