হামিদুর রহমান-এর জন্ম ২৮ চৈত্র ১৩৫২ বঙ্গাব্দ, ১১ এপ্রিল ১৯৪৬ খ্রিষ্টাব্দে নেত্রকোনায়। প্রাতিষ্ঠানিক পড়াশােনা শুরু হয় বারহাটার সি, কে. পি ইনস্টিটিউশন থেকে। মূলত তিনি একজন নিভৃতচারী লেখক। পিতা মাে. ইসহাক । আলী এবং মাতা আলেকজান বিবি। পৈতৃক নিবাস শুনই, আটপাড়া, নেত্রকোনা। অসংখ্য ছড়া ও গদ্য রচনা করেছেন শিশুদের। জন্য। যা প্রকাশিত হয়েছে তার সময়কার সাহিত্য সাময়িকীগুলােতে। রচনা করেছেন দুই শত-এর বেশি মৌলিক প্রবন্ধ। লােকসাহিত্য নিয়ে রয়েছে তার অসাধারণ পরিশ্রমী সাহিত্যকর্ম। ঐতিহ্য অন্বেষার বােধ ও প্রজ্ঞা নিয়ে গ্রামের নিভৃত কোণে গড়ে তুলেছেন তিনি পাঠের সাম্রাজ্য, সমৃদ্ধ এক আলাের জগৎ-গ্রাম পাঠাগার। গ্রামের নিভৃত পল্লীতে বসে লেখালেখি তার পছন্দের জায়গা। বার্ধক্যে উপনীত হলেও তিনি নবীন, এবং ভালােবাসেন বই ও সাহিত্যকে। প্রতিনিয়তই তিনি লিখছেন নানান অনুষঙ্গ নিয়ে। বর্তমানে নেত্রকোনার লােকসংস্কৃতি নিয়ে বড় পরিসরে গবেষণামূলক কাজ করছেন। অন্যান্য গ্রন্থ জীবনবৃত্তে (আত্মজৈবনিক স্মৃতিকথা), নান্দনিক ২০১৩ দুষ্ট লীলাবতী (শিশুতােষ ছড়াগ্রন্থ), রাঁচী ২০১৪ মুক্তিযুদ্ধ একাত্তর (প্রবন্ধ), বিভাস ২০১৬ আটপাড়ায় মুক্তিযুদ্ধ (মুক্তিযুদ্ধের ইতিহাস), অয়ন প্রকাশন ২০১৮ নেত্রকোনার বাউল কবি (প্রবন্ধ), ২০১৮
ডেল কার্নেগি
ডেল ব্রাকেনরিডজ কার্নেগি (জন্ম: নভেম্বর ২৪, ১৮৮৮ – মৃত্যু: নভেম্বর ১, ১৯৫৫) ছিলেন একজন আমেরিকান লেখক, অধ্যাপক, ও একাধারে বিখ্যাত আত্বমোন্নয়নমূলক প্রশিক্ষণমালা যেমন: সেফ-ইম্প্রুভমেন্ট, সেল্সম্যানশিপ, করপরেট ট্রেনিং, পাবলিক স্পিকিং, ও ইন্টার পার্সোনাল স্কিল-এর উদ্ভাবক। তিনি দরিদ্র মিজুরি কৃষক পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তিনি হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপলস (১৯৩৬ সালে প্রকাশিত) বইয়ের লেখক, যা আজো প্রচণ্ড জনপ্রিয় বেস্ট সেলারের মর্যাদা পায়। তিনি ১৯৪৮ সালে প্রকাশিত হাউ টু স্টপ অওরিং অ্যান্ড স্টার্ট লিভিং (), লিঙ্কন দ্য আননোন এবং আরো অনেক বইয়েরও লেখক।
তাঁর বইয়ের বিশেষত্ব এই যে নিজের প্রতিক্রিয়ার ভিন্নতার মধ্য দিয়ে অন্যের ব্যবহারের পরিবর্তন আনা সম্ভব।