টেলিভিশন—সাদাচোখে দেখতে খুবই নিরীহ একটি যন্ত্র। একসময় ওর আকার ছিল বেঢপ! দেখলেই একটা বাক্সের কথা মনে হতো। তাই অনেকে শখ করে বলতেন, ‘বোকাবাক্স!’ কিন্তু অতীতের সেই ‘বোকাবাক্স’ এখন আর ‘বোকা’ নেই। ‘স্মার্ট’ আর ‘স্লিম’ হয়ে ঝুলছে দেয়ালে-দেয়ালে। এমনকি চলে এসেছে আমাদের হাতের মুঠোয়। প্রতিদিন বহু সময় চলে যাচ্ছে ঐ বোকাবাক্সের পর্দার দিকে তাকিয়ে। ওখানে তাকালেই দেখা যাচ্ছে সারা দুনিয়ার সবকিছু। শুধু ছবি নয়, শব্দও শোনা যাচ্ছে। ঘণ্টার পর ঘণ্টা মানুষের চোখকে আটকে রাখার ক্ষমতা আছে ওর! আগের যুগের সেই ‘বোকাবাক্স’—আজ হয়ে গেছে এক ‘যাদুর বাক্স’!
১৯২৬ সালে আবিষ্কৃত এই যন্ত্রটি আর কয়েক বছরের মধ্যেই একশ বছর পূর্ণ করবে এই পৃথিবীতে। তাই একটু থেমে মিলিয়ে দেখা দরকার, ঐ বোকাবাক্সের কাছে আমাদের চোখ-কান-মগজ বন্ধক রেখে আমরা কী পেলাম, আর কী হারালাম!
শায়খ ওয়াহিদ বিন আব্দুস সালাম বালী
Title :
বোকাবাক্স (টেলিভিশন ও ইন্টারনেটের ক্ষতি ও উত্তরণের উপায়) (পেপারব্যাক)