লেভ টলস্টয়ের জন্ম ১৮২৮ সালে রাশিয়ায়। তাঁর বাবা কাউন্ট নিকোলাই ইলিক টলস্টয় ও মা কাউন্টস মারিয়া টলস্টয়। জীবনের অধিকাংশ সময় কাটে ইয়াসনিয়া পলিয়ানায় মস্কো থেকে ২০০ কি.মি. দক্ষিণে। কাজান বিশ্ববিদ্যালয়ের আইন ও প্রাচ্যভাষা বিষয়ে পড়তে ভর্তি হয়ে মাঝপথে বিশ্ববিদ্যালয় ত্যাগ করেন। কিছুদিন মস্কো ও সেন্ট পিটার্সবার্গে অতিবাহিত করে যোগ দেন সেনাবাহিনীতে। ফিরে এসে লেখালেখি শুরু করেন। শিশুদের জন্য প্রচুর লেখেন। তাঁর লেখা পড়েই অনেক শিশু লেখা ও পড়া শেখে। তিনি ঈশপের গল্পের ভক্ত এবং গ্রিক ও রোমান পৌরাণিক কাহিনি নিজের মত করে শিশুদের জন্য রূপান্তর করেন। তাঁর উপন্যাস War and Peace-এর জন্যই তিনি বিশ্বখ্যাত। ১৮৬২ সালে সোফিয়ার সাথে বিবাহ হয়, তাদের সন্তান সংখ্যা তেরো। ১৯১০ সালে তিনি মারা যান।
ফয়েজ আহমদ
ফয়েজ আহমদ আধুনিক বাংলা ছড়ার নন্দিত সৃষ্টিজন। তাঁর ছড়ার জগৎ বৈচিত্রময়। দেশকাল, মুক্তিযুদ্ধ, দৈনন্দিন সমাজভাবনা, জনসংগ্রাম থেকে একেবারে শিশুতোষ ভাবনার বর্ণিল প্রকাশ তাঁর ছড়ার উপজীব্য হয়েছে। ঝিলিমিলি, তা তা থৈ থৈ, ছোট ছেলে জামানের, জোনাকীসহ অসংখ্য ছড়াগ্রন্থ প্রকাশিত হয়েছে তাঁর। মজার পড়া ১০০ ছড়ায় প্রকাশিত ছড়াগুলি আমাদের শিশু-কিশোর পাঠকদের জন্য একটি বড় উপহার বলে মনে করতে পারি। বাংলা একাডেমী পুরস্কার, একুশে পদক, শিশু একাডেমী সাহিত্য পুরস্কারসহ নানা পুরস্কারে ভূষিত বরেণ্য ছড়াকার ফয়েজ আহমদ দেশখ্যাত সাংবাদিক।