মহাকাশযান, মহাকাশীয় সভ্যতা, আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স, নিউর্যাল সার্কিট অব রোবোট এন্ড হিউম্যান প্রভৃতি বিষয়ে ট্রেনিং সেশনে অংশগ্রহণ করার উদ্দেশ্যে ওদের আসা। আজকে এবং আগামীকাল এই ট্রেনিং চলবে। পৃথিবীর এবং মহাকাশের বিভিন্ন জায়গা থেকে আসা বিশেষজ্ঞগণ এই ট্রেনিং সেশন পরিচালনা করবেন।
স্প্যানিশ এক্সপ্লোরারদের মিউজিয়ামগুলো ঘুরে ঘুরে দেখছিলো কারমেন আর রানা। কারমেনই রানাকে নানারকম ইনফরমেশন দিচ্ছিলো। বার্সিলোনাতে ওয়ার্ল্ড মোবাইল কংগ্রেসে এসেছে রানা । এখানে একটা অপারেশন করতে হবে। স্প্যানিশ এক্সপ্লোরারদের মিউজিয়ামে এখন স্পেস এক্সপ্লোরারদের ইনফরমেশনই বেশি। কে কবে স্পেসশীপে করে কোন গ্রহে যাবার পথ আবিষ্কার করলো সেই ইনফরমেশনই দেয়া এখানে। এমনকি অনেক আগে পৃথিবীর কলোনীয়াল যুগের শুরুর দিকে যখন স্প্যানিশরা ইনডিয়া আর আমেরিকা আবিষ্কার করছে সেই ইনফরমেশনও আছে। এছাড়া বৃটিশ, পর্তুগীজ, ডাচ, ফ্রেঞ্চ, জার্মান, ইটালিয়ান এক্সপ্লোরারদের ইনফরমেশনও আছে এই মিউজিয়ামে।