ফ্ল্যাপের কিছু কথাঃ সাহিত্য, শান্তি, পদার্থ, রসায়ন ও অর্থনীতি-এ পাঁচটি বিশেষ সর্বশ্রেষ্ঠ অবদান কারী ব্যক্তিবর্গকে প্রতিবছর নোবেল পুরস্কারে ভূষিত করা হয়। অসামান্য মর্যাদাসম্পন্ন এ পুরস্কারের বিশ্বব্যাপী স্বীকৃতি যেমন ঈর্ষণীয় তেমনি হৃদয়গ্রাহী। নোবেল পুরস্কাল লাভের পর একজন অখ্যাত ব্যক্তিও বিশ্ববরণ্য হয়ে উঠেন। সংগতকারণে নোবেল পুরস্কার ,পুরস্কার প্রদানকারী সংস্থা , পুরস্কার বিজয়ী এবং এতদসম্পর্কিত বিভিন্ন বিষয়ে মানুষের আগ্রহের শেষ নেই। এ-গ্রন্থে নোবেল পুরস্কার প্রণেতা, অর্থের উৎস, প্রদানকারী সংস্থা, পুরস্কারের ধরণ , পুরস্কার প্রদানের পদ্ধতি, পুরস্কার প্রদান নিয়ে আলোচনা, সমালোচনা, বিতর্ক, নোবেল পুরস্কার বিজয়ের কারণ, বিজেতাদের অভিমত, ব্যক্তিগত ও সামাজিক জীবনের কিছু ব্যক্তিক্রমী ঘটনা তথা কোন নোবেল পুরস্কার বিজয়ী আত্নহত্যা করেছেন, কোন নোবেল বিজয়ী ফৌজদারী অপরাধে অভিযুক্ত হয়েছেন, সর্বকনিষ্ঠ ও সর্বজ্যোষ্ঠ নোবেল বিজয়ী ইত্যাদি অনেক বিচিত্র তথ্য সহ নোবেল পুরস্কারের বিভিন্ন অজনা রোমহর্ষক কাহিনী সংক্ষেপে বর্ণনা করা হয়েছে। গ্রন্থটি নোবেল পুরস্কার নিয়ে আগ্রহদের কৌতুহল মেটাতে সক্ষম হবে। সর্বোপরি নোবেল পুরস্কার সম্পর্কে নতুন ধারনাও সৃষ্টি করবে। সূচিপত্র * নোবেল পুরস্কারে খুটিনাটি * নোবেল পদক * মনোনয়ন তথ্য * সাহিত্য * পদার্থ বিজ্ঞান * রসায়ন বিজ্ঞান * নোবেল শান্তি পুরস্কার * চিকিৎসা বা শরীরতত্ত্ব * অর্থনীতি বিজ্ঞানে নোবেল * নোবেল ক্যান্ডাল * নোবেল পরিবার * নোবেল প্রাইজ বিতর্ক * নোবেল পুরস্কারে ভারতীয় উপমহাদেশ * নোবেল বিজয়ী মুসলিম ও বাঙালি * নোবেল সাহিত্য পুরস্কার নির্বাচন পদ্ধতি * আত্নহত্যায় নোবেল বিজয়ী * বিবিধ