"বই পড়ার আনন্দ" বইটির সম্পর্কে কিছু কথা:
বইটা দেখতে ভারি সুন্দর । মলাটে ঝােপঝাড়ের ভেতর দুটি ছেলেমেয়ের ছবি আঁকা। ভেতরে খুলতেই কি সুন্দর গন্ধ । নাড়াচাড়া করতে করতে কখন যে পড়তে শুরু করেছি নিজেও জানি না। অপু নামের একটি ছেলে তার বাবার সঙ্গে গ্রামের বাইরে মাঠে নীলকণ্ঠ পাখি দেখতে যাচ্ছে । ঝােপঝাড়ে ঘেরা মাটির সরু পথ। ভাঁটফুল আর বৈঁচির ঝােপে লাফিয়ে পালায় খরগােশ। ছবির বইতে অপু বড় বড় কানের খরগােশের ছবি দেখেছে। ঘাসের ভেতর জ্যান্ত খরগােশের দেখা পেয়ে সে অবাক হয়ে গেল । নদীর ধারে বাবলা গাছের আড়ালে ভাঙা ইটের পাঁজা। অপুর বাবা বললেন, এখানে ইংরেজদের কুঠিবাড়ি ছিল ।
আখতারুজ্জামান ইলিয়াস
আখতারুজ্জামান ইলিয়াস : জন্ম ১২ ফেব্রুয়ারি ১৯৪৩, মৃত্যু ৪ জানুয়ারি ১৯৯৭। অন্যান্য বই গল্পগ্রন্থ অন্য ঘরে অন্য স্বর, খোয়ারি, দুধভাতে উৎপাত, দোজখের ওম। রচনাসমগ্র ১ম-৪র্থ খণ্ড, উপন্যাস : চিলেকোঠার সেপাই।