বহুরূপ সম্পর্কের সংকলন 'বহু বসন্তের দাগ'। গ্রন্থটি বন্ধুত্ব, মাতৃত্ব, প্রেমময় মাধুর্য, ক্লান্তিকর দাম্পত্য, ছেদ ও বৈকল্যের সাবয়ব ভাষারূপ। গল্পপ্রবাহে প্রতিফলিত হয়েছে নগর-প্রতিবেশে বসবাসরত মানুষের রুচি ও শুদ্ধতার বিপরীতে পাপ ও পঙ্কিলতার অভিমুখে যাত্রা। গল্পগুলো মনস্তাত্ত্বিক। গল্পের ভাঁজে ভাঁজে যে মানুষ, তারা নিঃসঙ্গ। গল্পগুলোর অন্তর্নিহিত সামষ্টিক সুরের নাম দীর্ঘশ্বাস। এর পরিণতি ক্ষয়। সত্য ও সুন্দরের সঙ্গে নিরাভরণ অন্ধকারের যৌথ রসায়নে গল্পগুলো মানুষকে জানান দেয় তার অন্তর্জাগতিক বাস্তবতার খবর। একক ব্যক্তির বসন্তয়াপনে বহুযুগের স্মৃতিভারে জর্জর প্রণয়সুধা পাঠকের প্রত্যাশা জাগাবে নতুন অনুভবে জীবনকে দেখবার। যাদের চৈতন্যে মিশে আছে আসঙ্গ অতৃপ্তি, তাদের পাঠে গ্রন্থটির আবেদন ফুরোবে না বলেই বিশ্বাস।