ফ্ল্যাপের কিছু কথাঃ গণআদালতে একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচার করে সারা বাংলাদেশে আলোড়ন তুলেছিলেন জাহানারা ইমাম। ১৯৯২ সালের ২৬ মার্চে অনুষ্ঠিত এই আদালতের রায় বাস্তবায়নের জন্য তিনি এক অভূতপূর্ব আন্দোলন গড়ে তুলেছিলেন। তা৭র আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েচিলেন তৎকালীন বিরোধী দলের নেত্রী শেখ হাসিনা এবং একশতজন সংসদ সদস্যসহ সমাজের সকল স্তরের মানুষ। একাত্তরের যুদ্ধাপরাধীদের প্রকৃত বিচার তারপরও হয়নি, না তাঁর জীবনকালে, না তাঁর মৃত্যুর পর। গণআদালতের সংগঠকদের একজন ছিলেন আসিফ নজরুল। যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে আন্দোলনের শুরু থেকে তাকে বিভিন্ন সময়ে বহু চিঠি লিখেছিলেন জাহানারা ইমাম। চিঠিতে ব্যক্তিগত প্রসঙ্গ থাকত, তারচেয়ে অনেক বেশি থাকত গণআদালতের আন্দোলনের কথা। এই আন্দোলন সম্পর্কিত চমকপ্রদ নানা তথ্য। স্মৃতিচরণমূলক এই গ্রন্থ জাহানারা ইমামের চিঠিকে উপজীব্য করে রচিত। এটি যুদ্ধাপরাধী বিরোধী আন্দোলনের এক অনবদ্য বর্ণনা এবং একই সঙ্গে যুদ্ধাপরাধীদের বিচারের আইনগত ও রাজনৈতিক দিকগুলোর একনিষ্ঠ বিশ্লেষণ। একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচারের বর্তমান দাবি বাস্তবায়নের ক্ষেত্রে মূল্যবান বলে বিবেচিত হওয়ার মতো বহু বিষয় রয়েছে এই গ্রন্থে।