ফ্ল্যাপের কিছু কথাঃ ‘আমার দ্বারা সম্ভব’ পারিবনা এ কথাটি বলিব না আর। একবার না পারিলে দেখ বার বার। দৃষ্টিভঙ্গি বদলালে জীবন বদলে যাবে। ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে এবং নেতিবাচক দৃষ্টিভঙ্গি পরিহার করে যদি আমরা প্রাত্যহিক জীবন শুরু করি তাহলে আত্মশুদ্ধির পাশাপাশি গোটা দেশের চেহারা পাল্টে যাবে। সেই সূত্র ও কৌশল গ্রন্থে সন্নিবদ্ধ করা হয়েছে।
মনের শক্তি সবচেয়ে বড় শক্তি। সেই অফুরন্ত শক্তিকে কাজে লাগাতে হবে। সঙ্ঘবদ্ধ মানুষেরা শাসন করে, আর বিচ্ছিন্ন জনগোষ্ঠিরা শোষিত হয়। সৎসঙ্গে সঙ্ঘবদ্ধ হয়ে আলোকিত জীবন উপভোগ করার জোর তাগিদ দেওয়া হয়েছে গ্রন্থটিতে। পর-চর্চা, পর-নিন্দা দেশটাকে পিছিয়ে দিয়েছে। অন্যের সমালোচনা না করে স্বদায়িত্ব নিষ্ঠার সাথে পালন করলে দেশটি পিছিয়ে থাকার কথা নয়।
মানুষের অধিকার, স্বাধিকার, দায়িত্ব ও কর্তব্য এবং শিক্ষার্থীদের জীবন গঠন নিয়ে লেখা এই গ্রন্থ সকল মানুষের মনের বদ্ধ দুয়ার খুলে দিবে। এই দৃঢ় প্রত্যয় নিয়ে গ্রন্থখানি রচনা করা হয়েছে। একবার নয় বার বার পড়ুন গ্রন্থটি এবং অনুশীলন করুন- তাহলেই আপনি হতে পারবেন এক অনন্য মানুষ।