This selection is a small sample of all I have written, but they are the most self-contained in terms of vision. I usually write on the run and often illegibly and although I have tried to keep my writings intact, it will take me a few more years to gather what I have written during the seven years since the first book, as well as to channel the experiences of those years, from the flood into a form. These poems were written in the last three years of college and the months that followed graduation. They are alive in these pages because of a singular force: that of the attempted unfettered walk, in boulevards and back streets, dirt roads and footpaths near highways and across oceans. I have often achieved such a walk, with one’s bootsole unbound, but many times have been left at the wayside wanting it.
মাহবুব তালুকদার
জন্ম ১লা জানুয়ারি ১৯৪১। কর্মজীবনের প্রারম্ভে দৈনিক ইত্তেফাক-এ সাংবাদিকতা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতায় নিয়োজিত থাকলেও মুক্তিযুদ্ধে অংশগ্রহণকালে তিনি মুজিবনগর সরকারে যোগদান করেন। পরবর্তীতে বাংলাদেশের প্রথম চারজন রাষ্ট্রপতির অধীনে তিনি সরকারি দায়িত্ব পালনের সুযোগ পান এবং বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থায় কাজ করেন। ১৯৯৯ সালে তিনি সরকারি চাকরি থেকে অবসর নিয়েছেন। মাহবুব তালুকদারের বইয়ের সংখ্যা ৪১। তাঁর উল্লেখযোগ্য গল্পগ্রন্থগুলো হচ্ছে : মূর্ত ও বিমূর্ত, প্রকাশ্য গোপন, স্বপ্ন জড়ানো মানুষ, ইতির ইতিকথা, অরূপ তোমার বাণী।