এই গ্রন্থ একটি ছয় বছরের শিশুর একাত্তর বিষয়ে অনুভূতি, আবেগ, পর্যবেক্ষণ, বুঝে নেওয়া, আর তাঁর মতো করে ব্যাখ্যার এক অসামান্য দলিল। এই দলিল লেখক লিখেছেন পরিণত বয়সে। কিন্তু এর ভাষা, দেখা, সিদ্ধান্ত গ্রহণ সবই এত সাবলীল আর শিশুসুলভ যে পড়তে গিয়ে তা মনে হয় না ।