ভূমিকা জোসে সারামাগো ১৯২২ সালে আলেনটেজোর উত্তরে এক ছোট্ট কৃষি খামারে জন্মগ্রহণ করেন। তিনি যখন খুব ছোট, তখন তাঁর পরিবার লিসবনে চলে আসে। এখানে স্কুল ছাড়ার পর ১৬ বছর বয়সে তিনি একজন মেকানিক হিসেবে কর্মজীবন শুরু করেন। এরপর তিনি ড্রাফটসম্যান, সমাজসেবা কর্মী এবং প্রকাশনা প্রতিষ্ঠানে কাজ করেন। প্রথম উপন্যাস লেখেন তিনি ৩৫ বছর বয়সে। কিন্তু এরপর দীর্ঘ বিরতি শেষে তাঁর সত্যিকারের লেখক জীবন শুরু হয় ৪৪ বছর বয়সে। এ সময় তিনি একজন অনুবাদক এবং সাংবাদিক হিসেবে কর্মরত ছিলেন। তিনি তিনটি কাব্যগ্রন্থ রচনা করেন এবং অনেক ছোটগল্প লেখেন। এ সবই লেখেন তিন তাঁর ‘বালতাসার এ্যান্ড ব্লিমুনডা’ প্রকাশিত হবার আগ পর্যন্ত ইংরেজি ভাষীরা তাঁর সাহিত্যকর্মের স্বাদ পায়নি। তাঁর পরবর্তী উপন্যাস, ‘দ্য ইয়ার অব দি ডেথ অব রিকার্ডো রেইস’ বিদেশী ভাষায় রচিত কাহিনীর জন্য দেয়া ‘ইনডিপেন্ডেন্ট’ পুরষ্কার এনে দেয় তাঁকে। তাঁর উল্লেখযোগ্য অন্যান্য রচনা হচ্ছে- ‘দি হিস্ট্রি অব দি সেইজ অব লিসবন’, ‘দি স্টোন রাফট’, ‘দি গোসপেল গোসপেল এ্যাকর্ডিং টু জেসাস ক্রাইস্ট’। আর ‘ব্লাইন্ডনেস’ তাঁকে এনে দেয় বিশ্বজোড়া খ্যাতি। ১৯৯৮ সালে তিনি নোবেল পুরস্কারে ভূষিত হন।