নারী-পুরুষের বৈষম্য পশ্চিমা এবং মুসলিম উভয় সমাজেই প্রকট। এই ধরনের সমস্যাগুলো আধুনিক সমাজের নারী-পুরুষ সম্পর্কের লুকোচুরির পাশাপাশি মুসলিম বিশ্বের যৌন জীবনের উন্মোচন ঘটিয়েছেন। লেখিকা তারই বিশ্লেষণ করেছেন বিয়ন্ড দ্য ভেইল গ্রন্থে। গ্রন্থটি সবার সংগ্রহে রাখার রাখার মতো।