“সময়ের শপথ।
সমস্ত মানুষ অব্যশই বড়ই ক্ষতির মধ্যে রয়েছে।
কিন্তু তারা নয়, যারা ঈমান আনে ও সৎ আমল করে এবং একজন অন্যজনকে ভাল উপদেশ দেয় ও
ধৈর্য্য ধারণে উপদেশ করে থাকে”
-সুরা আসর
আসুন, সমাজের কুসংস্কার আর ভ্রান্ত ধারণা থেকে বেরিয়ে আসি এবং কোরআন ও সহীহ হাদিসের আলোকে সঠিকভাবে ইসলামকে জানার চেষ্টা করি।