ফ্ল্যাপের কিছু কথাঃ মোট সাঁইত্রিশটি কবিতা নিয়ে কবি মাজহারুল ইসলামের ‘বিতর্কিত জীবন’ কবিতার বইটি আত্মপ্রকাশ করেছে। জীবনবাস্তবতার নিরিখে কবির অন্তদৃষ্টিতে ধরা পড়েছে সমাজ ও মানুষের অনেক কিছুই বিতর্কিত, দ্বান্দ্বিকতা, ব্যর্থতা যার মধ্যে উদ্ভাসিত হয় হতাশার কিঞ্চিৎ বহিঃপ্রকাশ। এই কবিতাগুলোতে কবি সমাজের সহজ সত্যকে সফলভাবে উন্মোচিত করতে পেরেছেন কাব্যময় ব্যঞ্জনায়। কয়েকটি কবিতায় কবির হৃদয়সঞ্জাতে আবেগ ও অনুভূতি নিমগ্নও হয়েছে প্রেম ও ভালোবাসার বারান্দায়। কবিতার শব্দ চয়ন, বাক্যশৈলী এবং ভাবগত দিক থেকে কবিতাগুলো যেকোনো পাঠককে আকৃষ্ট করবে।