একা একা ছোট একখানা এরোপ্লেন নিয়ে তিনি সর্বপ্রথম আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে সারা বিশ্বে বিশেষভাবে পরিচিত হন । তাঁর পরবর্তী জীবনকাহিনিও কম চমকপ্রদ নয় । তাঁর যুদ্ধবিরোধী ভূমিকা কম গুরুত্বপূর্ণ ছিল না । ড. গডার্ডকে রকেট সায়েন্সের ব্যাপারে সহযোগিতা, ডা. ক্যারেলের সঙ্গে মেডিক্যাল সায়েন্স নিয়ে গবেষণা করা, যান্ত্রিক সভ্যতার মাঝেও মানবিক মূল্যবোধ সমন্বয়ের চেষ্টা, সাহিত্যে পুলিৎজার পুরস্কার পাওয়া, এ সবই ছিল ব্যতিক্রমী ঘটনা । মানবধর্মের মূল কথা শোনার জন্য তিনি সুদূর আমেরিকা থেকে কলকাতায় এসেছিলেন স্বামী বিবেকানন্দের সঙ্গে দেখা করতে, সেটাই বা কি কম কথা ।
চার্লস লিন্ডবাগ
Title :
বিশ্বের সবচেয়ে খ্যাতিমান পাইলট (হার্ডকভার)