`"বিশুদ্ধ দরূদ ও অজীফাহ" বইটির সম্পর্কে কিছু কথা: শরীআত নির্ধারিত ফরয ও ওয়াজিবসমূহ আদায় করা এবং কবীরা গুনাহসমূহ থেকে বিরত থাকা ব্যতীত কোনাে অজীফাহ । আল্লাহর কাছে গ্রহণীয় নয়। আমাদের সমাজে অজীফাহ নামে তথা দুআ-দরূদের বইয়ের সংখ্যা অত্যধিক। এ সকল দু'আ, দরূদের বইয়ে সহীহ দু'আ, দরূদ ও যিকিরের সাথে সাথে অনেক মনগড়া ফযিলত বর্ণনা করা হয়েছে। অনেক বইয়ে এসকল ফযিলতকে হাদীসের সাথে সম্পর্কিত করা হচ্ছে, বাস্তবিক অর্থে এ সকল হাদীসের অধিকাংশই জাল ও দুর্বল। তাই সাধারণ ধর্মপ্রাণ মুসলমানরা এ সকল বই পড়ে প্রতারিত হচ্ছে । ইসলামী শরী'আতের মূল উৎস কুরআন ও হাদীস । কুরআন ও সহীহ হাদীসের বর্ণনা তথা রাসূলুল্লাহ আলাহ-এর দেখানােপথই হবে আমাদের আমলের সঠিক নির্দেশনা । তাই আল্লাহ ও রাসূলের হয় সন্তোষ লাভের আশায় সহীহ অজীফাহগুলাে আমলের সুবিধার্থে এই গ্রন্থটির অবতারণা।`