

বিস্মৃত সৈনিক (হার্ডকভার)
বিস্মৃত সৈনিক উপন্যাসটি পড়েছি। এক কথায় বলব অসাধারণ! মুক্তিযুদ্ধের উপর এরকম নিরপেক্ষ, নির্মোহ বই এর আগে পড়িনি। উইলিয়াম ওডারল্যান্ড চরিত্রটি চমৎকার লেগেছে। ঐতিহাসিক চরিত্রগুলোও চমৎকারভাবে ফুটে উঠেছে গল্পে। শেখ মুজিব, ভুট্টো, ইয়াহিয়া, ইন্দিরা গান্ধী, তাজউদ্দীন আহমদ, ডা. জাফরুল্লাহ চৌধুরী, মেজর জিয়াউর রহমান, খালেদ মোশাররফ, ঢাকার গেরিলারা.... অসাধারণ সব চরিত্র।
ইতিহাস ভিত্তিক উপন্যাস লেখা কঠিন। কারণ ইতিহাসকে জীবন্ত করতে কল্পনার আশ্রয় যেন ইতিহাস বিকৃতির তকমা প্রাপ্তি কে সহজ না করে সেই খেয়াল রাখতে হয়, লেখককে। কর্মব্যস্ততার পরে নতুন লেখক হিসেবে পেশাগত প্রতিবন্ধকতাকে জয় করে সেই কঠিন কাজটি সহজভাবে করে নিজের সহজাত লেখক স্বত্তার পরিচয় দিয়েছেন " আবদুল্লাহ অপু"। উপন্যাস হিসেবে অসাধারণ হইছে তার "বিস্মৃত সৈনিক"। বিশেষ করে অন্যদের লেখা স্বল্পতথ্যের আবেগহীন বইগুলোর চেয়ে উত্তম। ওডারল্যান্ডকে নিয়ে লেখকের কল্প-জগতে বিচরণ নিরস ইতিহাসকে গ্রহণযোগ্য আবেগীয় বাস্তব করে তুলেছে , সেই প্রেক্ষাপটে "বিস্মৃত সৈনিক" স্বার্থক। উপন্যাসটি আমার কৌতূহলী মনকে সেই সময়ে নিয়ে গিয়েছে, অনুভব করেছি আমি ইতিহাসের ঘটনাবহুল দিনগুলোতে উপস্থিত।
SIMILAR BOOKS
