পদ্মা সেতুর নির্মাণ কাজে 'মানুষের কাটা মাথা' লাগবে। গুজবটি
তানজিলদের যশলদিয়া পদ্মা সেতু স্কুলসহ সারাদেশে ছড়িয়ে পড়ে।
যদিও তানজিল এই গুজবে কান দেয়নি। কারণ সে এখন দশম
শ্রেণিতে পড়ে। শুধু তাই নয়, সে অত্যন্ত সাহসী, মেধাবী এবং দায়িত্বশীল কিশোর। পদ্মা সেতু নিয়ে সে করেছে বিস্তর পড়াশোনা।
স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকীতে দিয়েছে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধন করতে এসে লক্ষ লক্ষ মানুষকে চমকে দিলেন। বললেন, আমি এখানে আসার আগে শুনেছি এই এলাকায় স্কুলপড়ুয়া একটি ছেলে আছে। ছোটোবেলা থেকে যার ধ্যান-জ্ঞান এই পদ্মা সেতু নিয়ে। এজন্য তাকে সবাই না-কি 'সেতুবালক' বলে ডাকে। এখন আমি তাকে সামনা-সামনি দেখতে চাই। তাকে মঞ্চে আসার জন্য বলছি।