১৯৬৯ সালের ১৪ আগস্ট। 'শেষ পর্যন্ত নামের একটি সিনেমা মুক্তি পায় সমগ্র বাংলাদেশে। এই সিনেমার নায়িকা তার অভিনয়ের উপার্জিত টাকা দিয়ে প্রথম একটি টয়োটা গাড়ি কেনেন। গাড়িটি কিনে রওনা হন হসপিটালের পথে। উদ্দেশ্য আসুস্থ মাকে একনজর এই গাড়িটি চোখের দ্যাখা দেখাবেন। কিন্তু হসপিটালে পৌছানোর ঠিক মিনিট পাচেক আগে মায়ের মৃত্যু হয়। অন্যদিকে সেইদিন থেকে এই ছবিটি হাউজফুল চলতে থাকে সপ্তার পর সপ্তা। সিনেমার গল্পকেও হার মানানো এই গল্পটি আমাদের বাংলা চলচ্চিত্রের বিস্ময় ববিতার। ববিতা এক অপার বিস্ময়ের নাম। কৈশোরের বিদুচ্চমকিত অদ্ভুত এক অনুভুতি। ১৬ বছর বয়সে তিনি সত্যজিৎ রায়ের 'অশনি সংকেত'-এর অনঙ্গ বউ-এর চরিত্রে অভিনয় করেছেন। পেয়েছেন বিশ্বজুড়ে স্বীকৃতি। এই ববিতার ক্যারিয়ারের সূচনার পূর্বকথায় রয়েছে বাংলাদেশের কিংবদন্তিতুল্য চলচ্চিত্রকার জহির রায়হানের নাম। এই ববিতা 'আলোর মিছিল', স্বরলিপিসহ অসংখ্য কালজয়ী সিনেমায় অভিনয় করে বাংলা চলচ্চিত্রের ইতিহাসে চিরায়ত স্থান করে নিয়েছেন। ববিতার কর্ম, দর্শন, প্রেম, সংসারসহ নানানদিক নিয়ে রচিত প্রথম পূর্ণাঙ্গ গ্রন্থ 'বিস্ময়ে ববিতা'। এতে সত্যজিৎ রায়ের ববিতাকে এবং ববিতার বাবার কাছে লেখা চারটি দুর্লভ চিঠিসমেত রয়েছে সত্যজিতের সঙ্গে পরিভ্রমণের বিরল সব গল্প। নিমাই ঘোষের তোলা অপ্রকাশিত বেশ কয়েকটি ছবি। রয়েছে আমজাদ হোসেন, সুভাষ দত্ত, জহির রায়হানসহ নন্দিত নির্মাতাদের সাথে রঙিন সব অভিজ্ঞতার গাথা।