

বিশ্ব প্রকৃতি স্রষ্টা নাকি সৃষ্টি
আমরা চারপাশের যা কিছু দেখি সবকিছুকেই স্বয়ংক্রিয় দেখতে পাই। মনে হয় যেন এগুলো এমনি এমনিই সৃষ্টি হয়েছে! পাখ-পাখালি উড়ছে বৃক্ষলতা উদগত হচ্ছে শাখা-প্রশাখা প্রসারিত হচ্ছে। এই যে বিশাল জগত, মুক্ত গগন, বিশ্বপ্রকৃতি, বিশ্বজগত _সবকিছুই আপন গতিতে চলছে। আচ্ছা?? এই সবকিছু কি এমনি এমনিই সৃষ্টি হয়েছে? এ কথা কি কোনও নির্বোধও বলতে পারবে? তাহলে কিভাবে ধারণা করা হয় যে, এই পৃথিবী সুবিশাল আকাশ, পুরো বিশ্বজগত এমনিতেই সৃষ্টি হয়েছে, এর কোনো স্রষ্টা নেই! হ্যাঁ, বদীউজ্জামান সাঈদ নূরসী এই বিষয়টিকেই বক্ষমান গ্রন্থে বুঝাতে চেয়েছেন। সুতরাং মনের কোণে উঁকি দেওয়া হাজারো প্রশ্নের জবাব দিবে এই বই টি। 'রিসালায়ে নূর' সমগ্র থেকে নির্বাচিত 'বিশ্ব প্রকৃতি ' স্রষ্টা নাকি সৃষ্টি? খুলে দেবে আপনার অজস্র কৌতুহলী প্রশ্নের দ্বার। আর তখন, এই সবকিছুর স্রষ্টা কে? _ এর উত্তরে অকুণ্ঠচিত্তে বেরিয়ে আসবে "আল্লাহ।
SIMILAR BOOKS
