ভূমিকা প্রতিদিনই একটু একটু করেই যেন আমাদের জানার ভান্ডারকে সমৃদ্ধ করতে এগিয়ে আসছে নতুন নতুন গাদা গাদা সব তথ্য। এইসব তথ্যকে সঠিকভাবে অনুধাবন করতে হলে আমাদের জানার পরিধি কিন্তু আরও বাড়াতে হবে। সেই সাথে অবশ্যই বাড়াতে হবে আমাদের মননশীলতার নির্দিষ্ট গন্ডিবদ্ধ এলাকা। আমাদের বইয়ের বাজারে ক্যুইজ সম্পর্কিত বইয়ের প্রকাশনা সীমিত। বুদ্ধিবৃত্তির সাথে জড়িত সকল মানুষ একথা নিদ্র্বিধায় স্বাকার করবেন যে ক্যুইজ চর্চা জ্ঞানভান্ডারকে প্রসারিত করে। জানা অজানার পস্নিধিকে বাড়াতে, বুদ্ধিৃবৃত্তিকে আরও শানিত করতে ক্যুইজ দারুন ভূমিকা পালন করে। ষাটের দশকের গোড়া থেকেই ক্যুইজ দারুন জনপ্রিয় হয়ে ওঠে বৃটেন, আমেরিকার মত পাশ্চাত্য আধুনিক দেশগুলোতে। পরবর্তীতে যার ছোঁয়া লেগেছে আমাদের দেশেও । দিনে দিনে ক্যুইজ হয়ে উঠেছে বিচিত্র ধরণের তথ্যসমৃদ্ধ চারচিত্র। প্রতিনিধিত্ব করছে যেন অফুরন্ত জ্ঞান ভান্ডারকে। ইদানিং যে কোন ধরণের প্রতিযোগিতামূলক পরীক্ষাই ক্যুইজধর্মী হয়ে থাকে। অথচ আমাদের দেশের পাঠ্য বইগুলো এদিক থেকে কঠোর অনুশাসনের (?) নিয়মে বাঁধা। এই করণে শুধু পাঠ্য বইয়ের দুর্ভেদ্য বাঁধনে থেকে সাধারণ জ্ঞান আহরণ আমাদের দেশের ছাত্র-ছাত্রীদের পক্ষে একটু দুরূহ বৈকি। এইসব দিকগুলো বিবেচনা করে বিশাল তথ্যাবলীর ভান্ডার থেকে প্রয়োজনীয় তথ্যগুলো বাছাই করেছি। একসাথে এই প্রথমবারের মত উপযোগী তথ্যসমৃদ্ধ ক্যুইজ গ্রন্থের উপস্থাপনা করতে পেরে আমি আনন্দ এবং সেই সাথে গর্ব বোধ করছি। বইটি সবার উপকারে লাগবে এই একটা ব্যাপরে অন্তত আমি নিশ্চিত। তবে আমার এই আনন্দ আর গর্ব বোধ স্থায়ী হবে তখনই, যখন এই বই থেকে পাঠক-পাঠিকারা উপকৃত হবেন।
সূচী ভূ-বিজ্ঞান জ্যোতির্বিজ্ঞান বাংলাদেশ প্রাসঙ্গিক তথ্য শিক্ষা নিকেতন বিখ্যাত স্থান শিল্প কারখানা পারিবহন ব্যবস্থা শারীরবিজ্ঞান সাহিত্য রাজনীতি আন্তর্জাতিক সংস্থা/পুরষ্কার বিজ্ঞানভিত্তিক আবিষ্কার ও আবিষ্কারক খেলাধূলা সাধারণ জ্ঞান শব্দ সংক্ষেপ