ভূমিকা জীবনে ব্যর্থ না হয়ে কেউ সফল হয়নি-ইতিহাস তার জ্বলন্ত স্বাক্ষী। এ কথা সত্যি যে পৃথিবীতে যে যতবেশি সফল প্রাথমিক জীবনে তার ব্যর্থতার ততবেশি কাষ্টদায়ক। জীবনে চরম দুর্ভোগ আর সীমাহীন কষ্ট সত্ত্বেও যাঁরা তিলে তিলে নিজেদেরকে সফলতার পথে হামাগুড়ি দিয়ে চলতে শিখিয়েছেন-নিজেদের শীর্ষে পৌঁছে দিয়েছেন। তাঁদের মধ্য হতে বিশ্বসেরা চল্লিশজন ব্যর্থদের স্বপ্নজয়ে সফলতার স্বর্ণোজ্জ্বল ইতিহাস এখানে তুলে ধরা হয়েছে। এ বইয়ে এমন চল্লিশজনকে অবহেলায় কিন্তু পরবর্তী জীবনে তাঁরাই আবার জ্ঞান-বিজ্ঞান, শিল্প-সংস্কৃতি, সাহিত্য, রাজনীতি-সমাজনীতি ও বিশ্ব বাণিজ্যের প্রতিটি ক্ষেত্রে প্রগাঢ় আকাঙক্ষা, অধ্যবসায় ও কঠোর পরিশ্রম দ্বারা সফলতার শীর্ষ স্থান অধিকার করেছিলেন। জন্ম নয় কর্মই মানব জীবনের একমাত্র পাথেয়-মানুষ ইচ্ছা করলে অধ্যবসায় সাধনা ও কঠোর শ্রমের সাহায্যে সুখী সমৃদ্ধশীল জীবন লাভ করতে পারে। এই গ্রন্থ পাঠ করে পাঠক-পাঠিকাগণ যদি জীবন পথের সামান্যতম সন্ধান লাভ করতে পারেন-তাহলে আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা স্বার্থক হবে বলে আমার দৃঢ় বিশ্বাস-
মোস্তাক আহ্মাদ
Title :
বিশ্বসেরা ব্যর্থদের সফলতার স্বর্ণোজ্জ্বল ইতিহাস