মােশতাক আহমদ পেশায় মূলত চিকিৎসাবিজ্ঞানী। বর্তমানে আইসিডিডিআরবি’তে সিনিয়র মেডিক্যাল অফিসার হিসাবে কর্মরত। শিক্ষাজীবনের বেশিরভাগ সময় কেটেছে ঢাকায় । স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল-এ পড়াকালীন একটি উল্লেখযােগ্য সময়ও কেটেছে ঢাকার পুরনাে এলাকায়। বইপড়া তার আশৈশবের নেশা। পড়ার মধ্যদিয়েই লেখার উদগ্র বাসনার জন্ম এবং সেই স্বপ্নের ইচ্ছাপূরণ হয় গত বছর একুশের বইমেলায় সাধু ভাষায় রচিত রম্যরচনা ‘গুরুচণ্ডালের গৌরচন্দ্রিকা' বইটি প্রকাশের মধ্যদিয়ে। সাহিত্যপ্রেমিক ডা. মােশতাক ১৯৯৭ সালে সংস্কৃতিকর্মী ও সিনিয়র সাংবাদিক আনােয়ার ফরিদী সম্পাদিত এবং প্রকাশিত মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক প্রবন্ধ-সংকলন ‘অতন্দ্র একাত্তর'-এর সম্পাদনা সহযােগী । তিনি মুক্তিযুদ্ধের জলসীমায়’ বইটিরও সহ-প্রকাশক। পেশাজীবী হলেও তাঁর দৈনন্দিন কর্মসূচির একটি বড় অংশ জুড়ে থাকে সমাজদর্শনের অন্তর্বিগ্রহ ও অন্তর্মাধুর্য নিয়ে লেখা ও আলােচনা। তিনি বাংলাদেশ মুক্তিযােদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল-এর অঙ্গসংঠন মুক্তিযােদ্ধা সাংস্কৃতিক কমান্ড-এর ঢাকা মহানগর কমিটির অন্যতম সদস্য ছিলেন। তাঁর অবসর সময় কাটে বই পড়ে আর গান শুনে।