বিড়ালাক্ষী (হার্ডকভার)
কেমন লাগবে বলুন তো.. যদি মাঝরাত্তিরে দেখেন মোবাইলের ঘড়িতে বাজে দুটো পঁয়তাল্লিশ কিন্তু পাশের হাত ঘড়িটা জানান দেয় যে সময়টা তখন তিনটে পঁয়তাল্লিশ ছুঁইছুঁই! আবার মাত্র আসা ফোন কলটার সময় বারোটা পঁয়তাল্লিশ!! হ্যাঁ! ঠিক এমনটাই হয়েছে কথকের সাথে। কৃষ্ণনগরের ভয়াবহ অভিজ্ঞতা কাটিয়ে যে কি না ধীরে ধীরে মানিয়ে নিতে চাচ্ছিলো স্বাভাবিক জীবনের সাথে। স্থিতু হয়েছিল হীরণমুখীতে। পাশে পেয়েছিল রাত্রিকে। বাবার ইচ্ছা পূরণের জন্য সরকারি চাকরি করতেও রাজি হয়ে গিয়েছিল। কিন্তু বিধিবাম! পোস্টিং টা হলো লীলাসাগর গ্রামে! নামটা যেন মনে করিয়ে দেয় অনেক কিছু। একটা অন্ধকার রাত! লাহুর নদী আর সাথে সেই কৃষ্ণরমনীকে! স্মিতা! তাকে কি আর ভোলা যায়?!! ফোন কল আসা মেয়েটা কি যেন বলে ডাকলো তাকে? মশাই? হ্যাঁ হ্যাঁ! মশাই-ই তো! তবে কি চৌধুরানির কল!! কৃষ্ণনগরের জমিদার বাড়ি আগের মত নেই। গ্রামবাসী পুড়িয়ে দেওয়ার পর ভগ্নদশা বাড়িটির মালিকানাও পরিবর্তন হয়েছে। কিন্তু জিমি ও জহুরের মৃত্যু, রাতে দেখা অদ্ভুত ভয়ংকর সব স্বপ্ন.. সব কিছু কি আবার অশুভ কোনো ইঙ্গিত দিচ্ছে? রুক্সিনী চৌধুরী পালিয়েছে দেশের বাইরে। রমা জেলে। তবে ভয়টা কী?? স্পইলার দিতে চাচ্ছি না। বকুলফুল সিরিজের দ্বিতীয় বই বিড়ালাক্ষী। পরীক্ষার মধ্যে পড়েছিলাম বই দুইটা। অবশ্যই রাতের বেলা। বকুলফুল পড়ে যতটা মুগ্ধ হয়েছিলাম বিড়ালাক্ষী ততই প্রশ্ন তৈরি করে গেছে মনে। আশা এখন একটাই। "বাঁশি" বাজবেই! উত্তরও পাবো। অতিপ্রাকৃত গল্প প্রেমী হলে পড়ে ফেলতে পারেন বই দুইটা। বকুলফুলের সুবাসে মোহিত হতে বাধ্য হবেন মশাই!
"বিড়ালাক্ষী" লেখক:মনোয়ারুল ইসলাম প্রকাশনী: নালন্দা প্রচ্ছদ :মোস্তাফিজ কারিগর পেজ: ১৫০ মুদ্রিত মূল্য :২৯০ টাকা। ধরা বাঁধা রিভিউ আমি লিখতে পারি না। ২০১৯ এর বই মেলায় যখন বিড়ালাক্ষীর প্রথম পর্ব "বকুলফুল" পড়েছিলাম তখন বেশ ভালোই লেগেছিল। নতুন ভিন্ন ধরনের লেখা মনে হয়েছিল। বিড়ালাক্ষীর যখন পড়া শুরু করলাম তখন দেখি পাতায় পাতায় সাসপেন্স, রহস্যের জাল। পড়ার শুরু থেকে শেষ পর্যন্ত কখনো বোরিং লাগে নি। বলা যায় ,যত এগোচ্ছিলাম সামনের দিকে রহস্য উন্মোচনের ক্ষুধার উদ্রেগ হচ্ছিল। বকুলফুলের চেয়ে আরো জমজমাট গল্প ছিল । চরিত্র গুলো প্রথম থেকেই রহস্যময়। ভিতরের গল্প পড়তে ইচ্ছা হলে নিজেরাই পড়ে নিবেন। আমি বলবো "বিড়ালাক্ষী" বইটা অসাধারণ লেগেছে। বকুলফুল পড়ার পর জানতাম না যে আর কোনো পর্ব আসবে কিনা। এবার বিড়ালাক্ষী পড়া শেষ করার পর আরো পড়তে ইচ্ছা হচ্ছিল। বিড়ালাক্ষীর শেষ পাতায় লেখক এই সিরিজের তৃতীয় বইয়ের আগাম আভাস দিয়েছেন, নামও বলেছেন। নামটা এখানে বলছি না। যারা পড়বেন তারা আপনাতেই জেনে নিবেন। #Happy_reading