বিপদ যখন নিয়ামত (পেপারব্যাক)
Related Bundles
Bundle | Title | Price |
শাইখ আহমাদ মুসা জিবরিল লেখা এই বইটি আমার অনেক ভালো লেগেছ। বইটি জীবন নামক দুর্গম পথ এই যাত্রা কে কিছুটা হলেও সহজ করবে।যারা বিপদে সহজে হতাশ হয়ে পরে তাদের এই বইটি পড়া উচিৎ। বইটি তে বিপদ কে কতো সহজে মোকাবেলা করা যায় তা দেখানো হচ্ছে।লেখক ৪টি আমলের মাধ্যমে বিপদ কে নিয়ামতে পরিনত সম্ভব তা দেখিয়েছেন।আল্লাহ উপর বিশ্বাস রাখলে জীবনের যে কোন সমস্যার সুমাধান সম্ভ। মাশাল্লাহ লেখনী অনেক ভালো হয়ায় বুঝতেও অনেক সহজ হয়েছ। আশা করছি ভবিষ্যতে আমরা তার থেকে এমন আরো বই পাবো যেটি পড়ে আমর মতন কিছু বিপদ গ্রস্ত মানুষ সাহস পাবেন।
যখন বিপদ আসে তখন মানুষ বিচলিত হয়। একটা সময় পর যখন কষ্ট কিছুটা লাঘব হয়, তখন সে সবর করে। কিন্তু এটি প্রকৃত সবর নয়। প্রকৃত সবর তো করতে হবে তখন, ঠিক যে মুহূর্তে আপনার ওপর বিপর্যয় আসবে। . রাসূলুল্লাহ সল্লাল্লাহু আ'লাইহি ওয়াসাল্লাম বলেন, "নিশ্চয় সবর তো (করতে হবে) প্রথম আঘাতেই।" (বুখারি, আস সহীহ : ১৮৭৬) . বাস্তবতা হচ্ছে প্রত্যেককেই সবর করতে হয়। ইচ্ছাকৃতভাবেই হোক কিংবা অনিচ্ছায়, একসময় সবাইকেই সবর করতে হয়। জ্ঞানী ব্যক্তি তো সে-ই, যে প্রথম থেকেই স্বেচ্ছায় সবর করে, সবরের মহান উপকারিতাগুলো বোঝে সবর করে। সে জানে তার সবরের বিনিময়ে সে পুরস্কৃত হবে। আর যদি পেরেশান হয়ে পড়ে তবে সে নিন্দিত হবে। সে জানে, যে সুযোগ তার হাতছাড়া হয়ে গেছে তা আর ফিরে আসবে না। সে জানে, সে আল্লাহর ফায়সালা বদলে ফেলতে পারবে না। . বোকা তো সেই ব্যক্তি যে অভিযোগ করে, যন্ত্রণা ভোগ করে। আর যখন তার কোনো উপায় থাকে না, তখন সে সবর করে। তার এই সবরে তো কোনো উপকারই নেই।
মুসলিম উম্মাহ বর্তমান সময়ের মতো ঝঞ্ঝাবিক্ষুব্ধ সময় আগে কখনও কাটায়নি। একের-পর-এক বিপদের মধ্য দিয়ে আমাদের দিনমান অতিবাহিত হচ্ছে। দুর্দশাগ্রস্ত মানুষের আর্তচিৎকারে আকাশ-বাতাস ভারী হয়ে আসছে। পুরো বিশ্বেই এই উম্মাহর সদস্যরা বিপদের ঘোর অমানিশায় দিন কাটাচ্ছে ।এই সময় আমাদের মহান সৃষ্টিকর্তা কাছে ফিরে আসতে হবে। তবেই মিলবে শান্তি এবং সাফল্য ড
বই - বিপদ যখন নিয়ামত দুআ ওপরের দিকে উঠতে থাকে, বিপদ নিচের দিকে নামতে থাকে এবং মাঝপথে তারা একে অন্যের সাথে লড়াইয়ে লিপ্ত হয়। এ লড়াইয়ে বিজয় নির্ভর করে কে বেশি শক্তিশালী তার ওপর। ইখলাস ও কবুলিয়াতের আশা নিয়ে করা দুআ বিপদের ওপর প্রবল হয় , বিজয় লাভ করে এবং তখন বিপদ আর সংঘটিত হতে পারে না। আল্লাহ বলেন " তোমাদের ওপর যেসব বিপদ আপদ পতিত হয়, তোমাদের কর্মেরই ফল এবং তিনি তোমাদের অনেক গুনাহ ক্ষমআ করে দেন " । এবং আল্লাহ তাআলা আরও বলেন " যে আমার বর্ণিত পথ অনুসরণ করবে সে পথভ্রষ্ট হবেনা এবং কষ্টে পতিত হবে না। এবং যে আমার স্মরন থেকে মুখ ফিরিয়ে নিবে , তার জীবিকা সংকীর্ণ হবে এবং আমি তাকে কিয়ামতের দিন অন্ধ অবস্থায় উত্থিত করব " নিজের বিপদটা যে কত তুচ্ছ, সেটা অনুধাবন করার জন্য শুধু আপনার চারপাশের মানুষগুলোর দিকে তাকান। খুব দ্রুত আপনি অনুধাবন করবেন যে প্রত্যেকটা মানুষই কোনো না কোনো সমস্যায় জর্জরিত। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, " নিশ্চয়ই আমি মানুষকে কষ্টের মধ্যে সৃষ্টি করেছি " । জান্নাতের পদার্পণের আগ পর্যন্ত আপনার প্রতি ছুড়ে দেওয়া জীবনের প্রত্যেকটা সম্ভাব্য পরিস্থিতির সাথে আপনাকে মানিয়ে নিতে হবে। এটাই হচ্ছে দুনিয়া,আর আমরা সবাই একই নৌকার যাত্রি । এই বইটিতে বিষন্নতার ১৫ টি প্রতিষেধক দেওয়া যা পরলে আপনি যেকোন পরিস্থিতিতে ধৈর্য্য ধারন করতে পারেন ও সেই মোতাবেক চলতে পারলে মানসিক প্রশান্তি পাবেন। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন - " নিশ্চয়ই সবর তো করতে হবে প্রথম আঘাতেই " আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই সবরকারীদেরকে তাদের পুরস্কার দেওয়া হবে পরিপুর্ণ রূপে এবং তা হবে অগণিত। আল্লাহ আমাদের যেকোনো বিপদে ধৈর্য্য ধারন করার তওফিক দান করুন