জৈবপ্রযুক্তি (Biotechnology) ও জীন প্রকৌশল (Genetic Engineering) জীববিজ্ঞানের ক্রমবর্ধিষ্ণু অগ্রগতি সম্পন্ন, বিশেষায়িত ও আধুনিক দুটি শাখা, যেগুলো বিগত কয়েক দশক ধরে অত্যন্ত দ্রুতগতিতে উন্নতি লাভ করছে। বর্তমান শতাব্দীকে তাই অনেক বিজ্ঞানী জৈবপ্রযুক্তির শতাব্দী ‘হিসেবে আখ্যায়িত করছেন। এই বইটির বিষয়বস্তু’ তিনটি প্রধান অংশে বিভক্ত। প্রথম অংশে পরিচিতি, টুলস্-যন্ত্রপাতি ও কৌশল, জিনোমিক্স, প্রোটিওমিক্স ও বায়োইনফরমেটিক্স; দ্বিতীয় অংশে বিষয়টির নানাবিধ প্রয়োগসহ সাম্প্রতিক অগ্রগতি এবং তৃতীয় অংশে ব্যাকটেরিয়া ও ভাইরাসের জীনতত্ত্ব, ইমিউনোজেনোটিক্স ও মানব জিনোম প্রকল্প নিয়ে আলোচনা করা হয়েছে। বইটিতে বিষয়বস্তুর সহজ ও উদাহরণসমৃদ্ধ উপস্থাপন, বর্ণনার পাশাপাশি যথেষ্ট সংখ্যক চিত্রের সংযোজন এবং ব্যাখা ও মনে রাখার সুবিধার্থে পয়েন্ট-ভিত্তিক তালিকা প্রণয়ন করা হয়েছে। বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের সিলেবাস বিবেচনায় নিয়ে লেকা বইটি তাই জীববিজ্ঞানের শিক্ষার্থী, শিক্ষক ও গবেষকদের সহায়ক হবে।