আধুনিক বাংলা কবিতা এগিয়ে গেছে অনেক দূর। সাইদুস সাকলায়েনের কবিতায় মূর্ত হয়ে ওঠে মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার অপার সম্ভাবনায় নির্বিকার নিস্পৃহতার অব্যক্ত যন্ত্রণা এবং সমস্যাকীর্ণ দেশ ও বিশ্ব অবলোকনে ক্লীষ্ট অন্তর্জাত ভাবনার কথা। একদিকে নারী ও নিসর্গপ্রেমে হৃদিক কোমলতায় বিনিদ্র পদাবলীর চরণ যেমন উৎসারিত, তেমনি স্বকীয় শৈলীতে অনান্দনিক বিষয়ের প্রতিক্রিয়ায় উত্থিত বিষাগিড়ব জ্বলে ওঠে অসুন্দর বিনাসের প্রতিজ্ঞায়।