‘সরকার, এলিট শ্রেণী, কর্পোরেট পুঁজি, পিতৃতন্ত্র, জাতিদম্ভ, সাম্রাাজ্যবাদ, বর্ণবাদ সব ধরনের অধিপতি শক্তিকে প্রতিরোধ ও প্রতিহত করার জন্য ইতিহাসবোধ-সম্পন্ন হওয়া একান্ত জরুরি। ইতিহাসকে ‘বর্তমান’ হিসেবে উপলব্ধি করতে শেখা, ইতিহাস থেকে শিক্ষা নেওয়া, ইতিহাস-রচনা করা, আর তা ‘এজমালি’ সম্পত্তির ধারণা থেকে এসবই তার অংশ। আর এ কারণেই উদিসা ইসলামের এই উদ্যোগ, ইতিহাস যাতে বিস্মৃত না হয়।
উদিসা ইসলাম
Title :
বিক্ষোভ সংকলন জরুরী অবস্থায় বিশ্ববিদ্যালয় ২০০৭