প্রতিটি মানুষের জীবনে ছেলেবেলা হচ্ছে একটি সোনালী অধ্যায়। জীবনের সোনালী সেই অধ্যায় যদি হয় বিখ্যাত বিজ্ঞানীদের জীবনী কিংবা ছেলেবেলার কাহিনী তাহলে বিজ্ঞানপ্রিয় কিশোর-কিশোরীদের আগ্রহের শেষ থাকে না। বড় হয়ে কে কী হবেন সেটা কি সবার ছেলেবেলায় বোঝা যায়? কথায় বলে— মর্নিং শোজ দ্যা ডে। ছেলেবেলাতেই আচঁ করা যায় বড় হয়ে ছেলেটা বা মেয়েটা উল্লেখ করার মতো কিছু একটা হবে কি-না। আবার উল্টোটাও ঘটে। যাকে নিয়ে কেউ কিছু আশা করেনি, বড় হয়ে সে'ই হয়ে যায় বিশাল কিছু; আবিষ্কার করে ফেলে অকল্পনীয় কিছু। কিশোর-কিশোরীরা যদি পৃথিবী বিখ্যাত বিজ্ঞানীদের বড় হয়ে ওঠার গল্পগুলো পাঠের মাধ্যমে সুন্দর জীবন গড়ে তুলতে পারে তাহলে অভিভাবকদের আনন্দের সীমা থাকে না। এঁদের প্রত্যেকের জীবন'ই কঠোর জীবনসংগ্রামে মাথা তুলে দাঁড়ানোর লক্ষ্যে অবিচল এবং পৃথিবীকে নতুন কিছু উপহার দেওয়ার প্রতিশ্রুতিতে ভরা। বইটি পাঠে এখনকার ব্যস্ততা ভরা কিশোর-কিশোরীরা নতুন আসা আর সম্ভাবনায় পূর্ণ হয়ে উঠবে বলে আমার বিশ্বাস।
শাকিলা শরীফ
শাকিলা শরীফের জন্ম পাবনা সদর উপজেলার রাজাপুর গ্রামে। গ্রাজুয়েশন শেষ করে শিক্ষকতা করছেন। ছোটবেলা থেকেই শিল্প-সাহিত্য ও শিক্ষা-দীক্ষার প্রতি খুব আগ্রহ; এই আগ্রহ লেখালেখির ক্ষেত্রে তাকে প্রেরণা যুগিয়েছে। যাপিত জীবনের পাশাপাশি একটি শৈল্পিক মননকে খুব নিবিড়ভাবে লালন করেন। বিভিন্ন ধরনের হাতের কাজ বা কুটির শিল্প নির্মাণেও তিনি সিদ্ধহস্ত। এ সমস্ত চর্চার মধ্য দিয়ে এগিয়ে যেতে চান সুদূরের পথে.