মুক্তিযুদ্ধ আমাদের চেতনার চৌকাঠ, বিজয় আমাদের বোধের বাগান। মুক্তিযুদ্ধ আমাদের বিশ্বাসের বীজ, বিজয় আমাদের অস্তিত্বের অবিনাশী অর্জন। দীর্ঘ নয় মাসের সশস্ত্র সংগ্রাম ও রক্তক্ষয়ী যুদ্ধ শেষে 'স্বাধীনতা' শব্দটি আমাদের হল ; এ কথা মোটামুটি বাঙালীমাত্রই জানেন। কিন্তু বিস্ময়কর হলেও সত্যি মুক্তিযুদ্ধ কী, কী তার মহাকাব্যিক ব্যাপ্তি কিংবা তার ঘটন-অঘটনের বাহুল্য, পরতে পরতে বিশ্বাস-অবিশ্বাসের খোলস বদল, না বলা ইতিহাসের অলৌকিক এক অন্ধকার-এই সমস্ত বিষয়াদি নিয়ে উত্তরপ্রজন্মের অনেকেরই স্পষ্ট ধারনা নেই। আমাদের সাহিত্যে, শিল্পে ও সঙ্গীতে গত্বাঁধা উপস্থাপনের মাধ্যমে মুক্তিযুদ্ধ বিষয়টাকে অনেকটা ক্লিশে এবং ফ্রেম বাই ফ্রেম ঘটনাক্রমের কোন বদল ছাড়াই হাজারো বাংলা ছবি মুক্তির মত করে নির্দিষ্ট ছকে বেঁধে ফেলা হয়েছে। অথচ মুক্তিযুদ্ধে কি নেই- রক্ত, খুন, ধর্ষণ, হত্যা, ভীরুতা, নীচতা, কাপুরুষতা, বীরত্বগাথা, আত্মদান, সহযোগিতা বা দৃঢ়চিত্ততা-এই সমস্তের, তাদের সামর্থ্যের সর্বোচ্চ প্রকাশ ঘটিয়ে ছিল ভীরু, দুর্বল, মেছো বাঙালি মুক্তিযুদ্ধের সময়।