ফ্ল্যাপের কিছু কথাঃ বর্তমান পৃথিবীতে ঘটে যাওয়া সব ঘটনারই বিজ্ঞানসম্মত এক বা একাধিক উত্তর ও ব্যাখ্যা আছে। কেউ হয়তো ব্যাখ্যাটা নিজেই আবিষ্কার করেছেন, আবার কেউবা একটা ধারণা দিয়ে গেছেন মাত্র। পরবর্তীতে ওই ধারণার উপর ভিত্তি করেই অন্য বিজ্ঞানী তাঁর গ্রহণযোগ্য ব্যাখ্যার সত্যতা প্রমাণের প্রয়াস পেয়েছেন। ধারণা, কল্পনা বা স্বপ্ন-যেভাবেই বলা হোক না কেন, প্রকৃতপক্ষে এতেই কিন্তু সমাজ-সভ্যতার আধুনিকায়ন ও ভবিষ্যতের আবিষ্কারের বীজ সুপ্ত অবস্থায় থাকে। সাম্প্রতিক সময় পর্যন্ত যে সব বিজ্ঞান প্রশ্নের উত্তর মানুষ উদঘাটন করতে পেরেছে, সেসব নিত্য পরিচিত দৈনন্দিন বহুল আলোচিত বিজ্ঞান প্রসঙ্গের বোধগম্য নিয়মগুলো সহজ সরল ভাষায় সবার উপযোগী করে এই বইতে পরিবেশন করা হলো। কিশোর-কিশোরীরা তো বটেই, সাধারণ পাঠকও এই বইয়েঅ বর্ণিত প্রশ্নোত্তর ও যুক্তির সঙ্গে নিজ কল্পনায় বর্তমান পেক্ষাপট মিলিয়ে নিয়ে এই প্রজন্মের জন্যে নতুন দিক নির্দেশনা খুঁজে পাবেন।