আহমদ মতিউর রহমান কবি-ছড়াকার-প্রাবন্ধিক হিসেবে পরিচিত। তবে ছােটগল্প ও ভ্রমণ কাহিনির ক্ষেত্রেও তার হাত অসামান্য। ভ্রমণ উপন্যাস নীলগিরি কক্সবাজার এর মধ্য দিয়ে তার নতুন প্রকাশ। তার লেখালেখির শুরু নারায়ণগঞ্জে স্কুল জীবন । থেকেই। জন্ম ১৯৫৯ সালের ৩১ জানুয়ারি মতলব, চাদপুরে। বেড়ে উঠেছেন মুন্সীগঞ্জ ও নারায়ণগঞ্জে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলায় অনার্সসহ মাস্টার্স করেছেন। এরপর পেশা হিসেবে বেছে নিয়েছেন। সাংবাদিকতা। বাংলাদেশ টেলিভিশনের বার্তা বিভাগে কাজ করেছেন দুই যুগ। এছাড়া মাসিক ফুলকুঁড়ি পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন দীর্ঘদিন। প্রকাশিত গ্রন্থ : সােনারং বিকেলে (গল্প), গল্পগুলাে ভূতের (গল্প), প্রজাপতির রঙিন পাখা (ছড়া), ধিচিং লালের ছড়া (ছড়া), লাল লাল নীল নীল (ছড়া), সাংকেতিক চিহ্নগুলাে (কবিতা), বিশ্বকাপ ফুটবল ১৯৯০ (খেলাধুলা)। জীবনীগ্রন্থ : বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, পল্লীকবি জসীম উদ্দীন, মহীয়সী বেগম রােকেয়া, শেরে বাংলা এ কে ফজলুল হক, হােসেন শহীদ সােহরাওয়ার্দী, জ্ঞানতাপস ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ্, বিজ্ঞানী সার আইজ্যাক নিউটন ও বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন।