বিজ্ঞানের জগত যেমন মজার, তেমনি বিচিত্র জ্ঞান আর রহস্যে ভরা। আজকের বিজ্ঞান-মনস্ক মানুষদের, বিশেষ করে শিশু-কিশোর-তরুণদের সামনে আধুনিক বিজ্ঞান প্রতিনিয়ত তুলে ধরছে কত যে অজানা তথ্য, তার শুমার করবে কে! সেই প্রাগৈতিহাসিক যুগ থেকে এখনকার ডিজিটাল সময় পর্যন্ত সাগর-মহাসাগর, ভূপৃষ্টের পাহাড়-অরণ্য-জনপদ, মহাকাশের কোন দূরতম অঞ্চল আর বৈজ্ঞানিকের ল্যাবরেটরি- সব খানেই বিস্ময়; সর্বত্রই বিজ্ঞানের মণিমুক্তো ছড়ানো। বিজ্ঞানীরা সেইসব মনিমুক্তো আহরণ করছেন নিজেদের মেধা ও গবেষণার মাধ্যমে; আর সেগুলো মেলে ধরছেন আমাদের সামনে-- যেন আমরা 'বিজ্ঞান্ময়' হতে পারি; আধুনিক পৃথিবীর যোগ্য নাগরিক হতে পারি। এই বইটিতে বিজ্ঞান-মনস্ক ১৮৫টি তথ্য-কণিকা উপস্থাপিত হয়েছে সহজ-সরল ভাষায়, অন্তরঙ্গ ভঙ্গিতে আর বৈঠকি ঢঙ্গে। কোনো জটিলতা বা দুর্বোধ্যতা নেই। এক নিঃশ্বাসে পড়ে ফেলার মত লেখাগুলো, সঙ্গে আছে চমৎকার সব ছবি।