ফ্ল্যাপের কিছু কথাঃ ১৯৭৯ সাল পর্যন্ত বিজ্ঞানীরা সিদ্ধান্ত এসেছেন যে, মহাবিস্ফোরণের ১ সেকেন্ড পরের ঘটনাগুলোর ওপর পরবর্তী কালের সব কিছু নির্ভর করে। ১৯৮০ সালে মার্কিন পদার্থবিদ অ্যালান গুথ প্রস্তাব করেন যে, মহাবিস্ফোরণটি ঘটার পরে প্রায় সঙ্গে সঙ্গে হঠাৎ একটা মহাস্ফীতির সৃষ্টি হয়। মহাবিস্ফোরণের পরে এই মহাস্ফীটি ঘটতে ও শেষ হতে যতটা সময় লাগে তা হলো এক সেকেন্ডের ১০০ কোটি ভাগের এক ভাগ। তখন মহাবিশ্বের তাপমাত্রা ছিল ১০০০ কোটি ডিগ্রিরিও বেশি। এই স্ফীতির কারণে মহাবিশ্বের আয়তন একটা প্রোটনের মাপের চেয়েও ছোট থেকে শুরু হয়ে ১ সেন্টিমিটার চওড়া হয়। তার পর থেকে মহাবিস্ফোরণের বর্ণনা অনুযায়ী তা বেড়েই চলেছে। ‘স্ফীতিশীল মহাবিশ্ব’র তত্ত্বটা মহাবিস্ফোরণের কিছু কিছু সমস্যার সমাধান করেছে কিন্তু এখনো তত্ত্বটিকে আরো গ্রহণযোগ্য করার জন্য জ্যোতির্বিদরা তাঁদের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
মশিউর রহমান
৪ জুন । চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার খয়ের হুদা গ্রামের একান্নবর্তী পরিবারে। বাবা ছিলেন ব্যবসায়ি। মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে বাবার ব্যবসায় ভাটা পড়ে। সেই সাথে সারা বাংলার দুর্ভিক্ষের ছোঁয়াটাও পুরােপুরি এসে পড়েছিল পরিবারে। সেখান থেকেই দারিদ্র্যের কষাঘাতে জীবন অতিবাহিত হতে থাকে । তবুও থেমে থাকেনি কোনােকিছু। জীবনকে চিনতে হয়েছে, জানতে হয়েছে। সেক্ষেত্রে বলা যায় দারিদ্র্য তাকে প্রতিষ্ঠিত হওয়ার প্রেরণা যুগিয়েছে। বাবা-মা ও বড় ভাইদের অনুপ্রেরণায় নিজেকে বিকশিত করতে পেরেছেন। বিজ্ঞান নিয়ে পড়াশােনা করলেও, সাহিত্যে আগ্রহের কারণে বাংলা সাহিত্যে এম.এ. করেছেন। ইন্টারমিডিয়ের পর কর্মজীবনের শুরু প্রথমে টিউশনি, পরে কম্পিউটার গ্রাফিক ডিজাইনার হিসেবে নানা বাণিজ্যিক প্রতিষ্ঠানে চাকরি । বর্তমানে প্রচ্ছদ ডিজাইনার হিসেবে নিজের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানে কর্মরত। এ পর্যন্ত দুই সহস্রাধিক বইয়ের প্রশংসিত প্রচ্ছদ ডিজাইন করে সুধীজনের প্রশংসা অর্জন করেছেন। লেখালেখির অভ্যাস ছেলেবেলা থেকেই। গ্রামের ক্লাবের দেয়াল পত্রিকায় প্রথম ছােটগল্প ‘সংগ্রামই জীবন' প্রকাশিত হয় ১৯৮৮ সালে । ১৯৯০ সালে ঢাকায় আসার পর দেশের প্রায় সব জাতীয় দৈনিক ও সাহিত্য ম্যাগাজিনে তার লেখা নিয়মিত ছাপা হচ্ছে। ছােটদের জন্য লিখতে স্বাচ্ছন্দ্যবােধ করেন। ছােটদের জন্য প্রকাশিত বই : মেঘ ও বৃষ্টির বন্ধুরা, একাত্তরের ছেলেটি, আমরা করবাে জয়, ভূতের সাথে হ্যান্ডশেক, ওরে বাবা ভূ-উ-ত, নীলডুমুরির ভয়ংকর রাত, অদৃশ্য মানব, ভূত গােয়েন্দা রহস্য, বিজ্ঞানের প্রথম পাঠ, বিজ্ঞানের দ্বিতীয় পাঠ, জ্ঞান-বিজ্ঞানের বিচিত্র জগৎ, ছােটদের জগদীশচন্দ্র, ছােটদের মাদার তেরেসা, মাদার তেরেসা জীবন ও কর্ম, ছােটদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বাংলার বীরশ্রেষ্ঠ ইত্যাদি । টইটম্বুর’-এ প্রকাশিত শিশুতােষ গল্প ‘ছােট্ট জোনাকি’র এনিমেটেড কার্টুন নির্মাণ করে একুশে টিভি (২০১১ সালের ঈদের অনুষ্ঠানের জন্য)। বিজ্ঞান বিষয়ক গ্রন্থ : বিজ্ঞানের অগ্রযাত্রা, গাছ লাগাই পৃথিবী বাচাই, ডাইনােসর ও প্রাচীন পৃথিবীর জীবজন্তু, পৃথিবী ও সৌরমণ্ডল, সাগর থেকে মহাসাগর, গ্যালাক্সির পথে পথে, রহস্যময়ী চাদ । বড়দের জন্য প্রকাশিত বই : প্লেটোনিক প্রেম, ওরা বৃষ্টিতে ভিজেছিল, প্রচ্ছন্ন প্রণয়, উড়ে যায় স্বপ্নের পাখিরা ।