বিদিশা ও ম্যাজিক দাদু-একটি কিশোর উপন্যাস। উপন্যাসটি মূলত একটি কিশোরী মেয়ে বিদিশা ও তার পরিবারকে নিয়ে। বিদিশা ভালো মেয়ে, সংবেদনশীল মেয়ে। স্বপ্ন তার অনেক দূর পর্যন্ত যাওয়ার। পরিবার ও বন্ধুদের নিয়ে তার প্রাণচঞ্চল কৈশোর, মা-বাবার মধ্যকার সম্পর্ক ও ভাই-বোনের উপরে সেই সম্পর্কের প্রভাব নিয়ে এগিয়ে গেছে এর কাহিনী।
মা-বাবার খারাপ সম্পর্কের শিকার হতে হতে সেই সম্পর্ক স্বাভাবিক করতে সে নিজে কীভাবে ভূমিকা রাখে, সেই কথাই আছে এই উপন্যাসের অনেকখানি জায়গা জুড়ে। ঘটনা এগিয়ে চলে বাস্তবধর্মী ঘটনা প্রবাহের সাথে। আবার সেই বাস্তবতার অচলাবস্থা কাটাতে আশ্রয় নেওয়া হয়েছে যাদু-বাস্তবতায়ও। তবে কঠিন করে কিছুই বলা হয়নি। উপন্যাসের এক পর্যায়ে বিদিশার স্বপ্নে ম্যাজিক দাদুর আগমন ঘটে।
বিদিশা তাঁর ম্যাজিক দাদুর পরামর্শেই চলতে থাকে। একসময় স্বপ্নের ম্যাজিক দাদু ও বিদিশা বাবা-মাকে এক করে দেয়।