সরকারি চাকরিতে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীগণের জন্য সুনির্দিষ্ট আইন, বিধি- বিধান রয়েছে। এ আইন, বিধি-বিধানগুলোর একত্রিত রূপ চাকরিজীবীদের নিকট থাকা বিশেষ প্রয়োজন ।
সরকারি চাকরিজীবীর জন্য প্রযোজ্য আইন, বিধি-বিধান এবং এর হালনাগাদ প্রয়োজনীয় সংশোধনী এ গ্রন্থটিতে সন্নিবেশ করা হয়েছে।
বইটি ক্ষুদ্রতর কলেবরে ১৯৮৮ সালে প্রথম প্রকাশিত হয়। বাজারে এ জাতীয় অধিকতর নির্ভুল গ্রহণযোগ্য বইয়ের অভাব অনুভূত হওয়ায় আমরা পাঠককুলের চাহিদা পূরণার্থে এ সংকলন প্রণয়নে ব্রতী হই ।
বইটির কোনো কোনো অংশ ইংরেজির বাংলা ভাষান্তর এবং বইটির উপস্থাপিত
বিষয়গুলো সংকলন মাত্র। অতএব, মূল বিধি-বিধানের সঙ্গে কোনো ক্ষেত্রে সংঘর্ষ দেখা দিলে মূল বিধি-বিধানগুলোই যথার্থিক হিসেবে গণ্য হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্থাপন মন্ত্রণালয়ের সচিব জনাব মোঃ আব্দুস
সালাম খান মহোদয় অনুগ্রহ করে বইটির প্রথম শুভেচ্ছা বাণী লিখে ও গুরুত্বপূর্ণ
পরামর্শ দিয়ে আমাদের ধন্য করেছেন । আমরা বিনীত কৃতজ্ঞ তাঁর নিকট ।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপ-সচিব জনাব মোঃ হাফিজুর রহমান বইটি প্রণয়নে যুক্ত থেকে অনেক সহায়তা করেছেন। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (বিশেষ) জনাব এ. কে. এম রেজাউল করিমের সহযোগিতাও গুরুত্বের সঙ্গে স্মরণযোগ্য।
মোহাম্মদ শফিউল আলম
মোহাম্মদ শাহ আলম
Title :
বিধি সহায়িকা : সরকারি চাকরির বিধিমালা (হার্ডকভার)