দীপান্বিতা রায় জন্ম পশ্চিমবঙ্গের শিল্প শহর বার্নপুরে। লেখালেখি করতে ভালােবাসেন তবে ছােটদের জন্য লিখতেই বেশি স্বাচ্ছন্দ্যবোেধ করেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। তুলনামূলক সাহিত্যে পড়াশােনা করেছেন। পেশা হিসেবে বেছে নিয়েছেন সাংবাদিকতা। ২০০৮ সালে প্রথম বই প্রকাশিত হয়। রহস্য, অ্যাডভেঞ্চার, গােয়েন্দা, ভৌতিক, মানবিক, অতি প্রাকৃত কিংবা মানব জীবনের পাওয়া না পাওয়া- সব, বিষয়আশয় তার গল্পের অনুষঙ্গ।
২০১৭ সালে শিশু কিশাের সাহিত্যে অবদানের জন্য ৫ পেয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি, বিভাগের উপেন্দ্রকিশাের রায়চৌধুরী পুরস্কার। এছাড়া তিনি পশ্চিমবঙ্গ সরকারের শিশু কিশাের একাডেমিরও সদস্য। দেশ বিদেশ ঘুরে বেড়াতে আর ছবি তুলতে পছন্দ করেন।