মাকে বাড়িতে রাখা যাবে না। তার অপরাধ-তিনি কৃপণ। অথচ প্রথমজীবনে কৃপণ ছিলেন না মানুষটা। মর্মান্তিক একটি ঘটনার পর কৃপণ হতে বাধ্য হয়েছেন তিনি। কী সেই ঘটনা? ইকরাম এবং তার স্ত্রী মিলে পরিকল্পনা করে মাকে রেখে আসবে বৃদ্ধাশ্রমে। কিন্তু বৃদ্ধাশ্রমের কথা শুনলে মা তো যেতে চাইবেন না! তাহলে কী করা যায়? ইকরামরা সিদ্ধান্ত নেয় মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে হাসপাতালে ভর্তির নাম করে। সিদ্ধান্ত অনুযায়ী কাজ করে তারা। অথচ মা তখনও জানেন তিনি হাসপাতালেই আছেন। এরপর দিন যায়, সপ্তাহ যায়। মা অপেক্ষা করেন কখন সন্তান আসবে আর কখন বাড়ি নিয়ে যাবে তাকে। কিন্তু সন্তান আসে না। তারপর একদিন হঠাৎ...
ইকবাল খন্দকার
ইকবাল খন্দকার স্থায়ী ঠিকানা : গ্রাম-ভাবলা, উপজেলা-বেলাবাে, নরসিংদী। পিতা : মােঃ শামসুদ্দীন খন্দকার (মৃত)।। মাতা : আমিনা খাতুন। শিক্ষাগত যােগ্যতা : ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। অনার্স, মাস্টার্স। প্রকাশিত বই : ৫৩টি। লেখকের উপস্থাপনায় প্রচারিত উল্লেখযােগ্য টিভি অনুষ্ঠান : বেআক্কেলের আডডা (একুশে টিভি), ! সফদার ডাক্তার (চ্যানেল নাইন), ক্যারিকেচার (একুশে টিভি), হাসতে নেই মানা (বিটিভি), খবরের খবর আছে (চ্যানেল নাইন), প্রকৃতি ও পরিবেশ (বিটিভি), অমর একুশে বইমেলা (মাই টিভি), শিল্প প্রাঙ্গণ (বিটিভি), খবরওয়ালাদের খবর (বিটিভি), বড় মিয়া ছােট মিয়া (বৈশাখী টিভি) ইত্যাদি।