ফ্ল্যাপের কিছু কথাঃ জীবনবোধ, প্রাপ্তি, অপ্রাপ্তি থেকে জীবন-মৃত্যুর নানা অভিজ্ঞান অথবা ক্ষণিক ঘটনার উপলব্ধি নিয়ে নানা মাত্রিক প্রকাশ বিচ্ছিন্ন পঙ্ক্তিমালায়। বিষয়- বৈচিত্র্যে পরস্পর থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন অনুভূতির নেপথ্যে রয়েছে সমাজ, সংস্কৃতি, স্বদেশ, রাজনীতির মতো গুরুত্বপূর্ণ বিষয়াদি। এমন কি দেশবিভাগের মতো রক্তাক্ত ঘটনাবলির মর্মবেদনা।
প্রাকরণিক বিবেচনায় সহজ শব্দাবলির সরল বিন্যাসে খণ্ড মুহূর্তগুলোর গভীরে অনেক সময় নিহিত রয়েছে এমন কিছু উপলব্ধি যা ক্ষণিকের হয়েও তাৎপর্যময়। বিশেষ করে মানুষের জীবন-মৃত্যুর উপাখ্যান ও পরিণতি নিয়ে। বিচ্ছিন্ন পঙ্ক্তিমালায় পাঠক পাবেন বিচ্ছিন্ন উপলব্ধির বিচিত্র সারাৎসার।
সূচিপত্র * প্রতিদিন পঁচিশে বৈশাখ * তাঁর স্বপ্ন * বসন্তে যৌবন প্রেম * কেন তুমি * চেতনায় নদী * যৌবন মায়াবী ক্ষণ * চাওয়া-পাওয়া * বৈনাশিক আঁধার * আকাশ-নারীতে * জীবনের তাৎপর্য * মাটির মমতা * অবুঝ হৃদয় * দুই বিপরীতে * কবিতার মুক্তি * অনেক পথ হেঁটে * নির্জন বিষাদ * অনিদ্রার স্বপ্ন * আকাশটাকে মুঠোয় * মেয়েটি * নীলমণি তুই
আটপৌরে কয়েকটি কবিতা ...
আহমদ রফিক
প্রাবন্ধিক, কবি ও কলামিস্ট আহমদ রফিক (জন্ম: ১২ সেপ্টেম্বর, ১৯২৯) ছাত্রজীবন থেকেই সাহিত্য, সংস্কৃতি ও রাজনীতিতে সক্রিয় ছিলেন। ভাষা আন্দোলনের অন্যতম সংগঠক হিসেবে পরিচিত, তিনি প্রগতিশীল রাজনীতির সঙ্গে যুক্ত থাকায় তার শিক্ষাজীবন বারবার বিপর্যস্ত হয়। শিল্প ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত থাকলেও, মূলত সাহিত্যচর্চায় মনোনিবেশ করেন এবং বর্তমানে সম্পূর্ণ সাহিত্যকর্মে সক্রিয়। তিনি রবীন্দ্রচর্চা কেন্দ্র ট্রাস্টের প্রতিষ্ঠাতা, বাংলা একাডেমীর ফেলো এবং বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির জীবন সদস্য। তার উল্লেখযোগ্য প্রবন্ধগ্রন্থের মধ্যে *শিল্প সংস্কৃতি জীবন* (১৯৫৮), *আরেক কালান্তরে* (১৯৭৭), *ভাষা আন্দোলন: ইতিহাস ও তাৎপর্য* (১৯৯১) এবং *রবীন্দ্রনাথের চিত্রশিল্প* (১৯৯৬) অন্তর্ভুক্ত। কবিতাগ্রন্থের মধ্যে *নির্বাসিত নায়ক* (১৯৯৬), *বাউল মাটিতে মন* (১৯৭০), *রক্তের নিসর্গে স্বদেশ* (১৯৭৯) উল্লেখযোগ্য। সাহিত্যক্ষেত্রে তার বিশেষ অবদানের জন্য ১৯৭৯ সালে বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার, ১৯৯৫ সালে একুশে পদক এবং কলকাতার টেগোর রিসার্চ ইনস্টিটিউট থেকে ‘রবীন্দ্রতত্ত্বাচার্য’ উপাধি লাভ করেন।