কবিতায় দ্রোহ, কবিতায় ক্ষোভ, কবিতায় প্রেম, কবিতায় মানবিক প্রীতির সৃষ্টি। ধর্মান্ধতার বিষাক্ত জারক থেকে দূরে থাকুক বিশ্ব মানবতা। বিবর্তিত হোক মানব সমাজ। সেই ‘বিবর্তনের অপেক্ষায়’ আছি নিরন্তর। ‘তাহলে সত্যটি কী- আছে কি কোনো ঈশ্বর কেউ নাকি নেই, অথবা- আছে কিছু এক কিংবা অধিক মানুষেরই রচা সংশয় ভীতি!’ [কবিতা : ঈশ্বরের ইচ্ছে] ...ক্ষুদ্র একটি বিশ্ব আমার মাঝে মাঝে মন বলে- ইচ্ছের বোতলে ভরে তুলে রাখি শিকেয় এবং অপেক্ষা করি আরেকটা বিস্ফোরণের-! [কবিতা : বিবর্তনের অপেক্ষায়] ‘এসব সয়না আর জিব্রাইল, আবাবিল, মহাদ্রæতগামি বোরাখ চাই এখন, নইলে আল্লাহ, জিহোবা, গড, ভগবান সকল ঈশ্বরকে প্রত্যাখ্যানের যুদ্ধই হবে মানুষের যুদ্ধ! শুরু হোক ঈশ্বর বিদ্রোহ।’ [কবিতা : গড়ো ঈশ্বর বিদ্রোহ] ‘এসো সকলে মিলে গোলাপের চাষ করি দুহাতে কাঁটাগুলোকে সন্তর্পনে সরিয়ে। পৃথিবীকে কন্টকমুক্ত করা যাবে না যদিও হৃদয়ের ভালোবাসায় উদ্ধত কাঁটাগুলোকে অবনত করি এসো ধরো এই হাত- এসো সকলে মিলে গোলাপের চাষ করি এসো সকলে মিলে ভালোবাসা চাষ করি।’ [কবিতা : এসো ভালোবাসা চাষ করি]
গোলাম কবির
Overall Ratings (0)