

বিবিয়ানা (হার্ডকভার)
বইবাজার মূল্য : ৳ ৩১২ (২২% ছাড়ে)
মুদ্রিত মূল্য : ৳ ৪০০
প্রকাশনী : অন্বেষা প্রকাশন
বিষয় : সমকালীন-উপন্যাস
বই: বিবিয়ানা লেখক: কিঙ্কর আহসান পুরুষসঙ্গ থেকে দূরে থাকার তাবিজ আনা হয়েছে। বৃষ্টি হচ্ছে। বর্শার মতো মাটির শরীরে বিঁধছে জল। বজ্রপাতের সে কী আওয়াজ! আজব এক রোষে ফুঁসছে সমস্ত আকাশ। এই মাঝ দুপুরে কালো মেঘের শামিয়ানার নিচে পড়ে অন্ধকার পুরো পৃথিবী। কী কালো! পাতিলের নিচ যেন! বাতাসের মেজাজ-মর্জিও ভালো না। নরম শিকড়ের কয়েকটা গাছ এর মাঝেই কুপোকাত। ডাল ভেঙে পড়েছে। নিজ জায়গায় টিকে থাকার জন্য পাতাদের কঠিন সংগ্রাম! এত পানি জমে আছে আকাশে! বোঝা যায় না। রোখসানার মা ফজিলাত বোঝে না। যখন একটা পরিবারের কর্তা মারা যায় তখন পুরো পরবারের দায়িত্ব এসে পড়ে পরিবারের বড় ছেলেটির উপর। এতদিনে যে স্বপ্নটুকু মনের মধ্যে বুনে রেখেছিলো তখন ছেলেটির সেই স্বপ্নটুকুও বিসর্জন দিয়ে পরিবারের হাল ধরতে হয়। তখন নিজের স্বপ্নটুকু পরবারের অন্য সদস্যদের দিয়ে পূরণ করতে আপ্রাণ চেষ্টা করে যায় মানুষটি। যে ছেলেটি পরিবারের ছোট সদস্যদের স্বপ্ন পূরণে ব্যস্ত হয়ে পড়ে তাদের স্বপ্নটুকু কখনো কখনো পূরণ করে দেয় এই স্বপ্নটুকু পূরণ করার পর পরিবারের বড় ছেলেটিকে কি পরিবারের অন্য সদস্যরা হেয় করে নাকি সারাজীবন কৃতজ্ঞতা জ্ঞাপন করে মানুষটির পাশে দাঁড়ায়। কখনো কখনো মানুষটির পাশে থাকে আবার কখনো কখনো উচ্চ শিখরে আরোহন করার পর সেই মানুষটি এড়িয়ে চলে। ঐ যে জীবনের এক পর্যায়ে গিয়ে প্রত্যেকের একটা লেভেল থাকে। তখন ভেদাভেদ তৈরি হয়। এই উপন্যাসের পরিণতিটা কি সাধারণভাবে হয় নাকি একটু অন্যভাবে হয় তা জানতে হলে বইটি পড়তে বসে পড়ুন।
উপন্যাস আমার কখনই খুব একটা পড়া হয় না, কিন্তু এই উপন্যাসের কিছুটা অংশ পড়েই ভালো লেগে গিয়েছিল। তারপর বইটা যখন পড়া শুরু করি তখন একবারে শেষ করেই উঠেছিলাম, অসম্ভব রকম ভালোলাগার মতো কাহিনী। লেখক যেভাবে কাহিনী বর্ননা করেছেন কখন যে তার মধ্যে হারিয়ে গেছি নিজেই বুঝতে পারিনি। যারা উপন্যাস পড়তে ভালোবাসে তাদের অনেক ভালো লাগবে। #বইবাজার_রিভিউ_প্রতিযোগিতা_মার্চ_২০১৯
SIMILAR BOOKS
