বাইবেল কোরআন ও বিজ্ঞান পৃথিবী বিখ্যাত একটি গ্রন্থ। গ্রন্থটি রচনা করেছেন ফ্রান্সের প্রখ্যাত সার্জন, বৈজ্ঞানিক ও গবেষক ডাঃ মরিস বুকাইলি। ফরাসী ভাষায় রচিত তাঁর “লা বাইবেল, লা কোরআন য়েট লা সাইন্স” নামক বইখানি সর্বপ্রথম ১৯৭৬ সালের মে মাসে প্যারিসে প্রকাশিত হলে সঙ্গে সঙ্গে সুধীজনের দৃষ্টি আকর্ষণ করে। ইংরেজী ও আরবি সহ পৃথিবীর বহু ভাষায় বইটি অনুদিত হয়। এই বইয়ে তিনি আধুনিক বৈজ্ঞানিক গবেষণা থেকে পাওয়া জ্ঞানের সঙ্গে বাইবেলের বর্ণনার অসঙ্গতি এবং কুরআনের বর্ণনার সঙ্গতি সুন্দরভাবে তুলে ধরেছেন। বিজ্ঞানের এ চরম উৎকর্ষতার যুগে প্রকৃত সত্যকে যারা আবিষ্কার করতে চান এ বইটি তাদের প্রভূত উপকারে আসছে বিধায় দুনিয়া জুড়ে বইটি ব্যাপকভাবে আলোচিত ও প্রশংসিত হচ্ছে।বইটি পড়ে পাঠকের নতুন চিন্তার দুয়ার খুলবে, ইনশা’আল্লাহ
ড. মরিস বুকাইলি
১৯২০ সালের ১৯ জুলাই জন্মগ্রহণ করেন। তিনি একজন ফরাসী চিকিৎসাবিদ । ১৯৭৬ খ্রিস্টাব্দে প্রকাশিত তহঁর রচিত ‘বাইবেল, কোরআন ও বিজ্ঞান' গ্ৰন্থটির কারণে তিনি বিখ্যাত। বইটি পৃথিবীর প্রায় সতেরোটি ভাষায় অনূদিত হয়েছে।
ডাক্তারি মিশরতত্ত্ব এর ফরাসি সোসাইটির সদস্য এবং একজন লেখক । বুকাইলি থেকে মেডিসিন চর্চা এবং গ্যাস্ট্রো এন্টারোলজি বিশেষজ্ঞ ছিলেন । ১৯৭৩ সালে চিকিৎসক চিকিৎসক নিযুক্ত হন । সময় হলে সে তার রোগীদের আরেকটি মিশরের তৎকালীন প্রেসিডেন্ট মরিস বুকাইলি তার বিশ্বাস হিসেবে ইসলামকে গ্রহণ করেন। বাইবেল কুরআন ও বিজ্ঞান বুকাইলি ১৯৭৬ সালে কুরআনে প্রতিষ্ঠিত বৈজ্ঞানিক তথ্য contradicting যে বিবৃতি রয়েছে তার যুক্তি উল্লেক করেন তার ‘বাইবেল কুরআন ও বিজ্ঞান' গ্রন্থে। বুকাইলি প্রধান অগ্রগতি ছিল যে জ্যোতির্বিদ্যা ভ্রাণতত্ত্ব এবং একাধিক অন্যান্য বিষয়ের উদাহারণ দেয় 20th century Bucaille বাইবেল নয় যখন কুরআন বৈজ্ঞানিক ঘটনার সঙ্গে যুক্ত। বুকাইলির মতে বাইবেল বিজ্ঞানের ‘স্মারক ত্রুটি' রয়েছে। কিন্তু কুরআনে নেই। বুকাইলির বিশ্বাস প্রাকৃতিক ঘটনা কুরআন এর বিবরণ আধুনিক বিজ্ঞানের সাথে সামঞ্জস্যপূর্ণ। কুরআন যে ঈশ্বরের শব্দ উপহারে, তিনি যে যুক্তি দিয়েছেন তাতে শতকের সবচেয়ে সুপ্রসিদ্ধ বৈজ্ঞানিক আবিষ্কারের কিছু বিস্তারিত এবং নির্ভুলতার বর্ণনা করা হয় । ১৯৯৮ সালের ১৭ ফেব্রুয়ারি তিনি মৃত্যুবরণ করেন।